মায়ের মৃতদেহ কীভাবে এতদিন বাড়িতে সংরক্ষণ করেছিল শুভব্রত ? সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

পুলিশকে প্রথমে বাড়িতে ঢুকতেই দিচ্ছিলেন না শুভব্রত। কিন্তু শেষ পর্যন্ত চাপে পড়ে দরজা খুলে দেয় সে।

#কলকাতা: পুলিশকে প্রথমে বাড়িতে ঢুকতেই দিচ্ছিলেন না শুভব্রত। কিন্তু শেষ পর্যন্ত চাপে পড়ে দরজা খুলে দেয় সে। অবশেষে আমাদের দেওয়া তথ্যই সত্য হল। উদ্ধার হল মৃতদেহ। তবে তার আগে ঘটল কিছু ঘটনা। যা ক্রাইম থ্রিলারকেও হার মানায়।
বেহালার ২৫ নম্বর জেমস লং সরণির বাড়ি। গৃহকর্ত্রী ফুড করপোরেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন কর্মী বীণা মজুমদার নাকি প্রায় তিন বছর আগে মারা যান। তখন থেকেই খটকা ছিল। বাড়ির নীচের তলায় কেউ না থাকলেও এসি চলতে দেখা যেত। তারপর থেকেই দানা বাঁধে সন্দেহ।
এই সন্দেহই শেষ পর্ষন্ত প্রকাশ্যে আনল এমন এক ঘটনা, যা একটা থ্রিলারকেও হার মানায়। তবে তাও এই ঘটনা সহজে ঘটেনি। পুলিশ ঢুকতে পারলেও দোতলায় তল্লাশি চালিয়ে বেরিয়ে আসে। তখনই আমরা জানাই।
advertisement
advertisement
এবার দরজা খুললেই দেখা যায় সেই ফ্রিজার। আর তার পাশেই রাখা একের পর এক ফরমালিনের জার।
- বীণা মজুমদার প্রায় তিন বছর আগে মারা যান
- মায়ের দেহ তারপর থেকে ফ্রিজারে সংরক্ষণ করত ছেলে
- যকৃত-পাকস্থলী-ক্ষুদ্রান্ত্র-বৃহদন্ত্র বের করা হয়
- সেলাই করে ফরমালিনে ডুবিয়ে রাখা হয় দেহ
কাজে আসে লেদার টেকনোলজির পড়ার শিক্ষাও।
advertisement
এত ভালভাবে সেই মৃতদেহ সংরক্ষণ করা হয়েছিল, যে কারণে মৃত মায়ের বুড়ো আগুলের টিপছাপ দিয়ে নিয়মিত পেনশনও তুলত সে।
অর্থাৎ ফুড করপোরেশন অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কর্মী মায়ের পেনশনের টাকা তুলতেই প্রায় তিন বছর ধরে মৃতদেহ বাড়ির ফ্রিজারে রেখে দিয়েছিল ছেলে। বাবারও বিশ্বাস ছিল ছেলের উপরে। কিন্তু নিউজ১৮ বাংলা প্রকাশ্যে এনে দিল এমন চাঞ্চল্যকর তথ্য। তাই শেষ পর্যন্ত শুভব্রতকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মানসিক বিকারের সঙ্গে কতটা অপরাধ প্রবণতা যুক্ত হলে এমনটা হতে পারে, তারই খোঁজে তদন্ত শুরু ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মায়ের মৃতদেহ কীভাবে এতদিন বাড়িতে সংরক্ষণ করেছিল শুভব্রত ? সামনে এল চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement