Hooghly News: ফের চাকরি প্রতারণায় নাম জড়ালো হুগলির, পুরপ্রধানের ভাগ্নের বাড়ির সামনে বিক্ষোভ
- Published by:Ananya Chakraborty
Last Updated:
এই প্রতারণার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আরামবাগ পুরসভার পুরপ্রধান সমীর ভান্ডারীর ভাগ্নে অভিজিৎ হাজরার বিরুদ্ধে। প্রতারিতদের অভিযোগ, আরামবাগ সহ তার আশেপাশের বিভিন্ন এলাকার ছেলেমেয়েদের চাকরি দেবে বলে টাকা তুলেছিলেন অভিজিৎ।
হুগলি: চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনায় ফের নাম জড়াল হুগলির। সূত্রের খবর, বেকারত্বের সুযোগ নিয়ে আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে অসংখ্য বেকার যুবক-যুবতীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার ভাগ্নের বিরুদ্ধে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে।
এই প্রতারণার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আরামবাগ পুরসভার পুরপ্রধান সমীর ভান্ডারীর ভাগ্নে অভিজিৎ হাজরার বিরুদ্ধে। প্রতারিতদের অভিযোগ, আরামবাগ সহ তার আশেপাশের বিভিন্ন এলাকার ছেলেমেয়েদের চাকরি দেবে বলে টাকা তুলেছিলেন অভিজিৎ। তিনি যাদের থেকে টাকা নিয়েছিলেন তাদেরকে কলকাতায় ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানোও হয়েছিল। কিন্তু ঐদিন অভিযুক্ত অভিজিতের মোবাইলের সুইচ অফ থাকায় কলকাতায় পৌঁছেও কেউ ইন্টারভিউ দিতে পারেননি।
advertisement
advertisement
প্রতারিতরা আরও জানিয়েছেন, অভিজিৎ হাজরা তাঁদের বলেছিলেন, কলকাতার কালিকাপুরে আসতে হবে। তাঁর এক মাসতুতো ভাই স্বাস্থ্য দফতরে চাকরি করেন, তিনিও সেখানে থাকবেন। কিন্তু চাকরির আশায় টাকা দেওয়া ছেলেমেয়েরা কালিকাপুরে গিয়ে অপেক্ষা করলেও কারোর দেখা পাননি। হতাশ ওই চাকরিপ্রার্থীরা এরপর সোজা আরামবাগে ফিরে অভিজিৎ হাজরার বাড়িতে গিয়ে হাজির হন। কিন্তু তিনি সেই সময় বাড়িতে ছিল না। তালা বন্ধ অবস্থায় পড়ে আছে বাড়ি। এরপরই আরামবাগ পুরসভার পুরপ্রধানের ভাগ্নের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা।
advertisement
ঘটনাটি ঘটেছে আরামবাগের ২ নম্বর ওয়ার্ডের ভান্ডরী পাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছন পুরপ্রধান সমীর ভান্ডারী। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2023 2:02 PM IST