Hooghly News: সামনেই আসছে বর্ষাকাল, তার আগে ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিল ব্লক প্রশাসন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
Hooghly News: ডেঙ্গু নিয়ে সচেতনামূলক কর্মসূচি হল গোঘাট দু নম্বর ব্লকে।এদিন গোঘাট দু'নম্বর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি র্যালির কর্মসূচি আয়োজন হয়।
গোঘাট: ডেঙ্গু নিয়ে সচেতনামূলক কর্মসূচি হল গোঘাট দু নম্বর ব্লকে।এদিন গোঘাট দু’নম্বর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি র্যালির কর্মসূচি আয়োজন হয়। বর্ষার আগেই সাধারণ মানুষকে ডেঙ্গু নিয়ে সচেতন করতে কামারপুকুর এলাকায় র্যালি বের করে ব্লক প্রশাসন। জানা যায় এলাকার মানুষকে ডেঙ্গু থেকে বাঁচাতে কী কী সচেতনমূলক পদক্ষেপ নিতে হবে সেই বিষয় নিয়ে বার্তা দেন।
মূলত বর্ষাকালের সময় ডেঙ্গুর এলাকায় প্রকোপ বাড়ে। তাই সেইদিকে সাধারণ মানুষ যেন সজাগ এবং সচেতন থাকে তারই উদ্যোগ নেওয়া হয়। উল্লেখ্য জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয় বহু মানুষ। এই র্যালিতে উপস্থিত ছিলেন বিডিও দেবাশীষ মন্ডল, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রভাত ব্যানার্জি এবং ভিআরপি কর্মীরা।
advertisement
এই বিষয়ে বিডিও দেবাশীষ মন্ডল জানান, সারা বছর নেই ডেঙ্গু এবং ম্যালেরিয়া নিয়ে প্রচার অভিযান করে থাকি। তাই সামনেই বর্ষা আসছে সেই কারণে ডেঙ্গু নিয়ে এলাকার সাধারণ মানুষকে র্যালির মাধ্যমে সচেতনতামূলক প্রচার করলাম এবং লিফলেটবিল করলাম।
advertisement
অন্যদিকে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বলেন গ্রামে গ্রামে সারা বছর প্রচার করি। মূলত বর্ষার আসার আগেই ডেঙ্গু নিয়ে যাতে সজাগ থাকে সেই কারণেই একটি র্যালির আয়োজন করা হয়।
Suvojit Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 8:29 PM IST