Hooghly News: রেলের কাছে কলকাতা-দার্জিলিং সম্প্রীতি ট্রেনের আর্জি রাজ্যপালের
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
ব্যান্ডেল স্টেশনের আধুনিকীকরণ শিলান্যাস অনুষ্ঠানে এসে রাজ্যপাল কলকাতা দার্জিলিং সম্প্রীতি ট্রেনের আবেদন করলেন রেলের কাছে।
হুগলি: ব্যান্ডেল স্টেশনের আধুনিকীকরণ শিলান্যাস অনুষ্ঠানে এসে রাজ্যপাল কলকাতা দার্জিলিং সম্প্রীতি ট্রেনের আবেদন করলেন রেলের কাছে। কলকাতা রাজভবন থেকে দার্জিলিং রাজভবনে অতিথিদের নিয়ে যাওয়ার জন্য শান্তি ও সম্প্রীতি ট্রেন দেওয়ার জন্য পূর্ব রেলের জিএম মিলিন্দ কে দেওস্করকে অনুরোধ করেন রাজ্যপাল। এই বিষয়ে রাজ্যপাল বলেন,দার্জিলিং এ চা উৎসব হয় প্রতিবছর। সেই উপলক্ষে সেখানে শিশু, যুবক, মহিলা খেলোয়ার থেকে সমাজের বিভিন্ন অংশের মানুষ কলকাতা রাজভবন থেকে দার্জিলিং রাজভবনের অতিথি হবেন। তাদের জন্য প্রতিবছর একটি বিশেষ ট্রেন দেওয়ার জন্য জিএম কে অনুরোধ করেন রাজ্যপাল পাল বোস।
প্রধানমন্ত্রীর ভার্চুয়াল শিলান্যাস নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হয়।রাজ্য পাল তার সময়েই ব্যান্ডেল স্টেশনে চলে আসেন।বসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন।স্থানীয় স্কুলের শিশুদের হাতে পুরষ্কার তুলে দেন।রাজ্যপাল রাজ ভবনে আমন্ত্রণ জানান পাঁচজন সাধারন মানুষ ও পাঁচজন রেল কর্মীকে।রেলের তরফে যেন সেই ব্যবস্থা করা হয়। ব্যান্ডেলের পাশাপাশি চন্দননগর ডানকুনি স্টেশনও অমৃত ভারত প্রকল্পে আধুনিকীকরণ হবে তারও শিলান্যাস হয়। ব্যান্ডেলে ৩০৭ কোটি, চন্দননগরে ১৮ কোটি ডানকুনিতে ১৫ কোটি টাকা খরচ হবে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তিন স্টেশনেই রেলের আধিকারীকরা উপস্থিত ছিলেন।
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2024 6:31 PM IST