Hooghly: শ্রীরামপুরে সাধারণের জন্য উদ্বোধন হল ডেনিশ মিউজিয়াম

Last Updated:
+
শ্রীরামপুরের

শ্রীরামপুরের ডেনিশ গভর্নমেন্ট হাউস

হুগলি: শ্রীরামপুরে উদ্বোধন করা হলো ডেনিশ মিউজিয়াম৷ যেখানে রয়েছে ডেনিশ স্থাপত্য৷ এই মিউজিয়ামে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষও৷ ৮ এপ্রিল শুক্রবার বিকালে শ্রীরামপুর কোর্ট সংলগ্ন এলাকায় উদ্বোধন করা হলো ডেনিশ মিউজিয়াম। অতীতে ডেনিশ গভর্নমেন্ট হাউস নামে পরিচিত এই বাড়িটির উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট শিল্পী ও বুদ্ধিজীবী শুভাপ্রসন্ন ভট্টাচার্য, চন্দননগরের বিধায়ক ও সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন, ডেনমার্কের রাষ্ট্রদূত ফ্রেডি সেভন সহ আরও অনেকে।ডেনিশ স্থাপত্য টি পুনরুজ্জীবিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পাশাপাশি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে ডেনমার্ক সরকার। ডেনমার্কের একটি বিশেষ দল যুক্ত ছিলেন এই কাজের সঙ্গে। ডেনিশ ভবনটি অতীতে ছিল ডেনিস গভর্নমেন্ট হাউস। শ্রীরামপুরের তৃণমূল প্রশাসনিক প্রধানের কার্যালয় ও বাসস্থান হিসেবে ব্যবহার করা হতো এই বাড়িটি। ডেনিস ভবনটি প্রথম নির্মাণ করা হয় আনুমানিক ১৭৭০ এর দশকে । ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুখ্য কার্যালয় ছিল এটি। পরবর্তীতে ইংরেজ শাসনের সময় এই বাড়িটি হস্তান্তর হয় এবং ব্রিটিশদের অধীনে চলে যায়। ১৮৪৫ - ১৯৪৭ সাল পর্যন্ত ইংরেজদের মহকুমাশাসকের কার্যালয় এবং ইংরেজ আদালতের কাজে ব্যবহৃত হতো এই বাড়িটি। বাড়িটি জীর্ণ দশায় পরিণত হলে ওয়েস্টবেঙ্গল হেরিটেজ কমিশন এবং শ্রীরামপুর পৌরসভা ২০০৮ সালে ভবনটির সংস্কারের কাজ শুরু করে। সেই কাজ শেষ হয় ২০২২ সালে। বিশিষ্ট শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য এই বিল্ডিং এর পুনর্নির্মাণের জন্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন ভ্রমণ প্রিয় মানুষের কাছে এই মিউজিয়াম বিশেষ আকর্ষণীয় স্থান হয়ে উঠবে। তিনি ডেনিস গভর্নমেন্টের প্রশংসা করেন কারণ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তারাও অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল এই বিল্ডিং গুলিকে পুনরুজ্জীবিত করার জন্য। ডেনিস রাষ্ট্রদূত ফ্রেডি সভেন বলেন, এই ভবনটি ভারত এবং ডেনমার্কের বন্ধুত্বের একটি স্মৃতি। আরও বলেন তিনি খুবই গর্বিত কারণ তিনি ভারতের প্রাচীন ডেনমার্কের কিছু নিদর্শন সংরক্ষণ করে রাখতে পেরেছেন।
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: শ্রীরামপুরে সাধারণের জন্য উদ্বোধন হল ডেনিশ মিউজিয়াম
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement