Hooghly News: স্কুলের মেন গেট না ভ্যাট! এই আবর্জনার স্তূপ পেরিয়ে মঙ্গলবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা কীভাবে ঢুকবে?
- Published by:kaustav bhowmick
- news18 bangla
Last Updated:
আবর্জনা স্তূপ নিয়ে বচসায় জড়িয়েছে স্কুল কর্তৃপক্ষ ও উত্তরপাড়া পুরসভা। স্কুলের অভিযোগ, ভ্যাট বসানো নিয়ে মতবিরোধের শোধ তুলতেই প্রতিহিংসা মূলক আচরণ করছে পুরসভা। তারাই স্কুলের গেটের সামনে আবর্জনার স্তূপ ফেলে দিয়ে গেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেন পুরপ্রধান।
হুগলি: উত্তরপাড়া গভর্মেন্ট স্কুল যথেষ্ট নামকরা ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই স্কুলের মেন গেট দেখলে ভাবতেই পারেন এটা আসলে ভ্যাট! উচ্চমাধ্যমিক পরীক্ষার শুরুর আগের দিন এই অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। পরীক্ষা দিতে ঢোকার সময় আবর্জনার ওই ভয়ঙ্কর দুর্গন্ধে পরীক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে কী হবে সেই চিন্তাই কেবল মাথায় ঘুরে বেড়াচ্ছে। এই স্কুলের প্রধান দরজার সামনে ঢাঁই করে রাখা আছে আবর্জনা স্তূপ।
এই আবর্জনা স্তূপ নিয়ে বচসায় জড়িয়েছে স্কুল কর্তৃপক্ষ ও উত্তরপাড়া পুরসভা। স্কুলের অভিযোগ, ভ্যাট বসানো নিয়ে মতবিরোধের শোধ তুলতেই প্রতিহিংসা মূলক আচরণ করছে পুরসভা। তারাই স্কুলের গেটের সামনে আবর্জনার স্তূপ ফেলে দিয়ে গেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেন পুরপ্রধান। পাল্টা তাঁর অভিযোগ, বিজ্ঞানসম্মতভাবে সাফাই কাজের বিরোধিতা করছে স্কুল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলটির এক শিক্ষক জানান, বিদ্যালয়ের আবর্জনা দীর্ঘদিন ধরে পাঁচিলের গায়ে ফেলা হত। সম্প্রতি পুরসভার পক্ষ থেকে আবর্জনা ফেলার জন্য সবুজ ও নীল বক্স দেওয়া হয়। কিন্তু সেই বক্স বা ভ্যাট এতটাই ছোট যে তাতে আবর্জনা ফেলা যাচ্ছে না। পুরসভাকে বিষয়টি জানিয়ে বারবার বড় ভ্যাট দেওয়ার কথা বলা হয়। এই নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পুরপ্রধানের যধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। প্রধান শিক্ষককে অপমানজনক কথাও বলা হয় বলে অভিযোগ করেন ওই সহ শিক্ষক।
advertisement
এই পরিস্থিতিতে স্কুলের গেটের সামনে আবর্জনা জমে থাকা নিয়ে বাধ্য হয়ে পুরসভার নামে জেলা প্রশাসন ও শিক্ষা দফতরে অভিযোগ জানায় উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুল। যদিও স্কুল কর্তৃপক্ষের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে উত্তরপাড়া পুরসভারপুরপ্রধান দিলীপ যাদব বলেন, পুরসভার আবর্জনা সংগ্রহকারী কর্মীরা বিষয়টি তাঁকে জানালে তিনি ওই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন। স্কুল পাঁচিলের গায়ে আবর্জনা ফেলা বেআইনি বলে জানানো হয়। তবে পুরসভার পক্ষ থেকে ওই স্কুলের মেন গেটের সামনে কোনও আবর্জনা ফেলা হয়নি বলে পুরপ্রধান দাবি করেন। সেই সঙ্গে জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য স্কুলকে সব রকম সাহায্য করতে তাঁরা প্রস্তুত।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2023 9:04 PM IST
