ফের শুরু হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত
Last Updated:
ফের ঘনীভূত হল নিম্নচাপ ৷ আর তার জেরেই আবারও শুরু হতে চলেছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত ৷ আলিপুর হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, উত্তরপূর্ব উত্তরপ্রদেশে ঘনীভূত হয়েছে নিম্নচাপ।
#কলকাতা: ফের ঘনীভূত হল নিম্নচাপ ৷ আর তার জেরেই আবারও শুরু হতে চলেছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত ৷ আলিপুর হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, উত্তরপূর্ব উত্তরপ্রদেশে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। সেখান থেকে নিম্নচাপ অক্ষরেখা বিহার উত্তরবঙ্গ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।
এর জেরেই আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মৌসুমী অক্ষরেখা পঞ্জাব থেকে পটনা, দুমকা বর্ধমান ও কলকাতা হয়ে বঙ্গোপসাগরের উপর অবধি বিস্তৃত রয়েছে । এর জেরে আগামী ৪৮ ঘন্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৷ বাতাসে জলীয় বাষ্প খুব বেশী থাকায় অস্বস্তিও বাড়বে। আগামীকাল দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে কয়েকপশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি।
advertisement
advertisement
Location :
First Published :
July 30, 2018 3:49 PM IST