কেমন হল শুভশ্রীর গায়ে হলুদ পর্ব, দেখুন ভিডিও
Last Updated:
#বজবজ: দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে এখন চাঁদের হাট ৷ জমে উঠেছে রাজ-শুভশ্রীর বিয়ের আসর ৷ আত্মীয় পরিজন, বন্ধু-বান্ধবদের উপস্থিতি হয়ে গেল টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক রাজের গায়ে হলুদ ৷ পাত্রের গায়ে হলুদ সারা ৷
এ বার কনের পালা ৷ রাজের গায়ে হলুদ লাগার পর সেই হলুদ এসে পৌঁছল টলিপাড়ার পয়লা নম্বর অভিনেত্রী শুভশ্রীর কাছে ৷ প্রচুর তত্ত্বও এসেছে বরের বাড়ি থেকে ৷
advertisement
এক্কেবারে বাঙালি রীতি নীতি মেনেই হচ্ছে এই দুই তারকার বিয়ে ৷ গায়ে হলুদ লাগতে চলেছে রাজের শুভশ্রীর গায়ে ৷ হালকা লেমন ইয়েলো রংয়ের ঘাগড়াতে সেজেছেন নায়িকা ৷
advertisement
মাথায় কাঠ চাঁপা ফুল ৷ রিয়েল লাইফের বিয়েতে এক্কেবারে অন্য লুকে দেখা দিয়েছেন শুভশ্রীকে ৷
দেখুন শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের গায়ে হলুদের ভিডিও
Location :
First Published :
May 11, 2018 1:39 PM IST