গুগল ডুডলে মীনা কুমারী, কেন তিনি ছিলেন বাস্তবের ট্র্যাজিক ক্যুইন?

Last Updated:

মীনা কুমারীর গোটা জীবনটাই যেন সিনেমার মতো ৷ যেখানে সুখ কম, দুঃখটাই অনেক বেশি ৷

#মুম্বই: মীনা কুমারীর গোটা জীবনটাই যেন সিনেমার মতো ৷ যেখানে সুখ কম, দুঃখটাই অনেক বেশি ৷ খুব অল্প সময়ের জন্যই বলিউডের সিংহাসনে রাজত্ব করেছিলেন রানি হয়ে ৷ সুন্দর মুখশ্রী, দক্ষ অভিনয়ের কারণে, নিজের আলাদা পরিচয় বানিয়ে নিয়ে ছিলেন মীনা কুমারি ৷ একের পর এক ছবি বক্স অফিসে হিট ৷ অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিল তৎকালীন সিনেমার সমালোচকরা ৷ তিনিই পেয়েছিলেন ফিল্মফেয়ারের প্রথম সেরা অভিনেত্রীর পুরস্কার ৷
তবে এই সাফল্যের মাঝে, ব্যক্তিগত জীবনে মোটেই সুখী ছিলেন না মীনা কুমারী ৷ কমল আমরোহির সঙ্গে প্রেম করে বিয়ে ৷ কিন্তু বছর ঘুরতেই বড়সড় আঘাত পেলেন নায়িকা ৷ শুনতে হয়েছিল তাঁকে তিল তালাক শব্দ! মাত্র ৩৮ বছর বয়সে, লিভার ক্যানসারে মারা যান তিনি ৷ ঠিক ‘পাকিজা’ ছবির মুক্তির পর পর ৷ পাকিজার সাফল্য আর দেখা হয়নি তাঁর৷ তবে ভারতীয় সিনেমার ইতিহাসে উজ্জ্বল হয়ে রয়েছে তাঁর অভিনয় ৷ তাঁর মায়াবী রূপ ৷
advertisement
শুধু অভিনেতা নন, মীনা কুমারী ছিলেন কবিও ৷ নিজের কবিতা নিজেই পাঠ করতেন তিনি ৷ যা কিনা ব্যবহার হয়েছিল পাকিজা ছবিতেও ৷
advertisement
আজ মীনা কুমারীর ৮৫ তম জন্মবার্ষিকী ৷ গুগল ডুডলেও শ্রদ্ধা জানালো হল এই কিংবদন্তি নায়িকাকে ৷ আমাদের পক্ষ থেকেও রইল শ্রদ্ধা !
বাংলা খবর/ খবর/বিনোদন/
গুগল ডুডলে মীনা কুমারী, কেন তিনি ছিলেন বাস্তবের ট্র্যাজিক ক্যুইন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement