পৌষ পার্বণ জমে উঠুক নলেন গুড়ের পাটিসাপটায়

Last Updated:
পৌষমাস মানেই নলেন গুড়ের সুগন্ধ৷ এই সময় পাটিসাপটা-পুলি পিঠের মজায় ডুবেই কেটে যায়৷ আজ শিখে নিন গুড়, নারকেল, মেওয়া ভরপুর পাটিসাপটার রেসিপি৷
কী কী লাগবে
ময়দা-আধ কাপ
advertisement
সুজি-৪ টেবল চামচ
চালের গুঁড়ো-২ টেবল চামচ
চিনি-১ টেবল চামচ
বেকিং সোডা-১/৪ চামচ
দুধ-১ কাপ
ঘি-৪,৫ টেবল চামচ
মেওয়া-১ কাপ
নারকেল কোরা-৭৫ গ্রাম
কাজু-৮,১০টা কুচনো
এলাচ গুঁড়ো-আধ চা চামচ
নলেন গুঁড়-আধ কাপ
কীভাবে বানাবেন
ময়দা, সুজি, চালের গুঁড়ো, বেকিং সোডা, চিনি, দুধ মিলিয়ে ব্যাটার তৈরি করুন৷ ২০ মিনিট রেখে দিন৷ প্যানে গরম করে হালকা আঁচে মেওয়া নাড়তে থাকুন৷ রং ধরতে শুরু করলে আঁচ বন্ধ করে নারকেল কোরা, গুড়, এলাচ গুঁড়ো ও কাজু কুচনো দিন৷ ভাল করে মিশিয়ে নিন৷
advertisement
ননস্টিক তাওয়া গরম করে ১ চা চামচ ঘি গরম করে ছড়িয়ে দিন৷ ১ চা চামচ ব্যাটার ছড়িয়ে দিন৷ সুন্দর বাদামি রং ধরলে লম্বা করে মাঝখানে পুর দিন৷ হাতা দিয়ে পাটিসাপটা মুড়ে নিন৷
বাংলা খবর/ খবর/রেসিপি/
পৌষ পার্বণ জমে উঠুক নলেন গুড়ের পাটিসাপটায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement