দমদম মেট্রো স্টেশনে চলল গুলি, জখম শিশু সহ মহিলা
Last Updated:
দমদম মেট্রো স্টেশনের বাইরে গুলি ৷ ঘটনায় জখম হয়েছে একজন ৷ কর্তব্যরত আরপিএফের বন্দুক থেকে আচমকা গুলি চলে যায় ৷
#কলকাতা: দমদম মেট্রো স্টেশনে টিকিট কাউন্টারের সামনে চলল গুলি ৷ ঘটনায় জখম হয়েছে একজন ৷ কর্তব্যরত আরপিএফের বন্দুক থেকে আচমকা গুলি চলে যায় ৷ এর জেরে স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়েছে ৷ আহতদের হাসপাতলে ভর্তি করা হয়েছে ৷
আরপিএফ জওয়ানের রাইফেল থেকে চলল গুলি। গুলি লেগে আহত শিশু সহ মহিলা। আহত কনস্টেবল দীনেশ কুমার মিনা। আহত সঙ্গীতা ও সপ্তর্ষি বসু। প্রাথমিক চিকিৎসার পর বিপন্মুক্ত মা ও শিশু। ডিউটি বদলের সময় গুলি চলে রাইফেল থেকে।
advertisement
Location :
First Published :
June 08, 2018 4:37 PM IST