বাবরি মসজিদের মতো অকসা মসজিদ নিয়ে কেন লড়াই চলছে আরব আর ইহুদিদের?

Last Updated:

মুসলিমদের কাছে ৩০ একর জমি নিয়ে গঠিত এই মসজিদ অত্যন্ত পবিত্র।

#জেরুজালেম:  সমস্যার বীজ লুকিয়ে আছে ইতিহাসের গভীরে! এই দেশে যেমন বাবরি মসজিদের অধিকার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রবৃত্ত হয়েছিল দুই ধর্মীয় সম্প্রদায়, জেরুজালেমের অকসা মসজিদ (Aqsa Mosque) নিয়েও এবার তেমনই লড়াই বেঁধেছে ইহুদি এবং মুসলিমদের মধ্যে। মুসলিমদের কাছে ৩০ একর জমি নিয়ে গঠিত এই মসজিদ অত্যন্ত পবিত্র, মক্কা থেকে এক রাতের ভিতরে এখানে স্বর্গীয় ঘোড়ার পিঠে চড়ে উড়ে এসেছিলেন নবী মহম্মদ (Prophet Muhammad), এখান থেকেই তিনি সশরীরে যাত্রা করেছিলেন স্বর্গে- ফলে ইসলাম ধর্মের ইতিহাসে তা পুণ্যময় স্থান বলে বিবেচিত তো হবেই! আবার ইহুদি ধর্মমতে এই মসজিদের অন্তর্গত জমিতেই রাজা সলোমন (King Solomon) প্রথম স্থাপন করেছিলেন উপাসনালয় যা পরে ব্যাবিলনের আক্রমণে ধূলিসাৎ হয়েছিল- ফলে তাদেরও দাবি কিছু কম নয়। অন্য দিকে, বর্তমানে কেবল মুসলিমরাই এই মসজিদের ভিতরে উপাসনার অধিকারী, অন্য ধর্মের প্রাধান্য সেখানে স্বীকৃত হয় না।
ফলে, লড়াই চলছেই, সোমবার যার চরম রূপ উঠে এল প্রকাশ্যে। কিন্তু এই লড়াই যাতে এড়ানো যায়, সেই মর্মে ১৯৬৯ সালে একটি শান্তিচুক্তি সম্পাদিত হয়েছিল, কেন না ১৯৬৭ সাল থেকেই এই ভূমির অধিকার নিয়ে যুদ্ধে প্রবৃত্ত হয়েছিল আরব এবং ইজরায়েল। তার পর মসজিদের রক্ষণাবেক্ষণের ভার ন্যস্ত হয় ওয়াকফ বোর্ডের হাতে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) সাফ বলছেন যে তাঁরা সমগ্র ভূমির অধিকার চান না, কিন্তু তার পরেও লড়াই থামছে না। কেন না, ইহুদিদের এই পবিত্র ভূমিতে প্রবেশাধিকার নিয়ে মাঝে মাঝেই প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে।
advertisement
সোমবারের সংঘর্ষের কিছু আগেও এই ভূমির অধিকার নিয়ে আরব এবং ইহুদিদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধেছিল। এক্ষেত্রে ইহুদিদের আক্রমণ করা হয় বলে অভিযোগ ওঠে। তাঁরাও পরের ধাপে আরবদের মৃত্যুদণ্ডের দাবিতে শহর জুড়ে মিছিল করেন। তবে এটাই প্রথম নয়, এর আগে ১৯৯০ সালে ইহুদিরা মসজিদের ভিতরে তাঁদের উপাসনালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চাইলে তা নিয়ে গুরুতর সংঘর্ষ বেঁধে যায়, সেবার মধ্যস্থতায় ইউনাইটেড স্টেটসকেও হস্তক্ষেপ করতে হয়েছিল। আবার ২০০ সালেো এই নিয়েও গোলযোগ দেখা দেয়, ২০১৭ সালে যা চরমে পৌঁছয়, সেবার সংঘর্ষে ইজরায়েলের দুই পুলিশকর্মীর মৃত্যু ঘটে। সব মিলিয়ে আপাতত পুণ্যভূমিতে কত দিন শান্তি বিরাজ করবে, তা নিয়ে ঘোরতর সন্দেহের মধ্যে রয়েছে বিশ্ব।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Explained/
বাবরি মসজিদের মতো অকসা মসজিদ নিয়ে কেন লড়াই চলছে আরব আর ইহুদিদের?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement