হাড়হিম করা খবর! সামনে এল জুবিন গর্গের মৃত্যুর আসল কারণ... স্কুবা ডাইভিং নয়, তা হলে কী কারণে গায়কের মৃত্যু?
- Reported by:Trending Desk
- Published by:Rachana Majumder
Last Updated:
ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে স্কুবা ডাইভিং করার সময় নয়, সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গিয়েছেন তিনি।
গুয়াহাটি: মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল জুবিন গর্গের। এবার ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে স্কুবা ডাইভিং করার সময় নয়, সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গিয়েছেন তিনি।
জুবিন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। যেখানে তাঁর সঙ্গীত পরিবেশনা করার কথা ছিল। তাঁর আকস্মিক মৃত্যুতে ভক্তরা মর্মাহত। ইয়া আলি, দিল তু হি বাতার মতো গানগুলি আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে। প্রেম আমার, পরান যায় জ্বলিয়া রে, খোকা ৪২০-এর মতো হিট বাংলা ছবির অনেক গান তাঁর গাওয়া। তাঁর মৃত্যুর কয়েক সপ্তাহ পর সিঙ্গাপুর পুলিশ ভারতীয় হাই কমিশনের কাছে গর্গের মৃত্যুর প্রাথমিক তথ্যসহ ময়নাতদন্ত প্রতিবেদনের একটি কপি শেয়ার করেছে। দ্য স্ট্রেইটস টাইমস সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, জুবিনের মৃত্যু স্কুবা ডাইভিংয়ে নয়, ডুবে যাওয়ার কারণে হয়েছে।
advertisement
ইতিমধ্যে, আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সিঙ্গাপুরের একটি হাসপাতাল কর্তৃক জারি করা গর্গের মৃত্যু শংসাপত্রেও মৃত্যুর কারণ ডুবে যাওয়া বলেই উল্লেখ করা হয়েছে।
advertisement
অসম সিআইডির বিশেষ তদন্ত দল (এসআইটি) জুবিন গর্গের মৃত্যুর মামলার তদন্ত করছে। এখনও পর্যন্ত তাঁরা মামলার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। এই সপ্তাহের শুরুতে তারা উত্তর-পূর্ব ভারত উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত এবং গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকেও আটক করেছে। উভয়কেই ১৪ দিনের হেফাজতে নেওয়া হয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Oct 03, 2025 10:25 AM IST







