• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ভিড়ের মধ্যে আমার গায়ে হাত রেখেছিল ওরা ! বিস্ফোরক মন্তব্য জারিন খানের

ভিড়ের মধ্যে আমার গায়ে হাত রেখেছিল ওরা ! বিস্ফোরক মন্তব্য জারিন খানের

 • Share this:

  #মুম্বই: শেষমেশ মুখ খুললেন বলিউড অভিনেত্রী জারিন খান ৷ তবে গাড়ি দুর্ঘটনা নিয়ে নয়, বরং ঔরঙ্গবাদের অনুষ্ঠানে ‘অপদস্ত’ হওয়া নিয়ে এক ওয়েবসাইটে স্পষ্টই মুখ খুললেন জারিন ৷

  জারিনের কথায়, ‘ঔরঙ্গাবাদে আমি এক দোকানের উদ্বোধনে যাই ৷ দোকানের বাইরে ভিড় জমে যায় ৷ দোকান থেকে বের হতেই পুরো ভিড় যেন আমার গায়ের ওপর চলে আসে ৷ ভিড়ের মধ্যে কয়েক জন আমাকে খুব নোংরা ভাবে টাচ করে, যা কিনা একেবারেই আপত্তিজনক ৷ আমি কোনওরকমে ভিড় ঠেলে গাড়ির দিকে দৌঁড় দিই ৷ কয়েকজন আমাকে ফের ধরার চেষ্টা করেছিলেন !’

  সম্প্রতি ঔরঙ্গাবাদে দোকান উদ্বোধন নিয়ে হুলুস্থুল বাধে ৷ জানা গিয়েছে, জারিন খানকে দেখার জন্য ফ্যানদের ভিড় জমা হয় দোকানের বাইরে ৷ সেই ভিড়েই রীতিমতো বিপত্তি পড়েন জারিন খান ৷ তবে এত কিছু বললেও, গোয়ার গাড়ি দুর্ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি জারিন খান ৷

  First published: