Yuvan : মায়ের কোলে বসে প্রথম বার রাখি পরল ছোট্ট রাজ-পুত্র, দিদিদের দিল উপহারও

Last Updated:

মায়ের কোলে বসে প্রথম বার রাখি পরল ছোট্ট ইউভান (Yuvan) ৷

কলকাতা : হাল্কা আকাশি পাঞ্জাবী আর সাদা পায়জামা ৷ মায়ের কোলে বসে প্রথম বার রাখি পরল ছোট্ট ইউভান (Yuvan) ৷ কিছু না বুঝলেও খুদের আনন্দ দেখে কে! রাখিবন্ধন অনুষ্ঠানের ভিডিয়ো শেয়ার করেছেন শুভশ্রী (Subhashree Ganguly)৷ সেখানে ধরা পড়ে পারিবারিক মিলনোৎসবের ছবি ৷
রাখিপূর্ণিমার দিন শুভশ্রী সেজেছিলেন সাদা পোশাকে স্নিগ্ধ সাজে ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রথমে শুভশ্রীর কোলে বসে দিদিদের কাছ থেকে রাখি পরল ইউভান ৷ মায়ের সাহায্যে দিদিদের হাতে তুলে দিল উপহারও!
কপালে জয়টিকা এঁকে দেওয়ার পর ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিলেন শুভশ্রীও ৷ সকলের শেষে রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) পালা ৷ তিনিও রাখি পরলেন বোনেদের কাছে ৷
advertisement
advertisement
এক বছর বয়স হওয়ার আগেই নেটদুনিয়ায় তুমুল জনপ্রিয় ইউভান ৷ রাজ-পুত্রকে ঘিরে কিছু পোস্ট করলেই তা ভেসে যায় নেটিজেনদের শুভেচ্ছায় ৷ কিছু দিন আগে ইউভানকে নিয়ে পোস্ট করেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় ৷
প্রথম আলাপে ‘ভাগ্নে’ ইউভানকে সব আনন্দের ভাগ উজাড় করে দিতে চান জিৎ ৷ পরে শুভশ্রী একটি ছবি শেয়ার করেছিলেন যেখানে জিতের কাছে গিটার শিখছে ছোট্ট ইউভান ৷
advertisement
শুভশ্রীর শেয়ার করা রাখিবন্ধনের ভিডিয়ো ঘিরেও নেটিজেনরা উচ্ছ্বসিত ৷ তবে পারিবারিক আন্দোৎসবের মাঝে সকলের নজর কেড়ে নিয়েছে ইউভানই ৷ নেটিজেনরা সহমত তার উল্লাস দেখার মতো!
ব্যাকগ্রাউন্ডে ‘ভাইয়া মেরে রাখি কে বন্ধন নিভানা’ গানের সুরে আন্তরিক মাত্রা পায় শুভশ্রীর রাখিবন্ধন ভিডিয়োটি ৷ ১৯৫৯ সালে মুক্তি পাওয়া বলরাজ সাহনি, নন্দা অভিনীত ‘ছোটি বহেন’ ছবিতে গানটি প্লেব্যাক করেছিলেন লতা মঙ্গেশকর ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Yuvan : মায়ের কোলে বসে প্রথম বার রাখি পরল ছোট্ট রাজ-পুত্র, দিদিদের দিল উপহারও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement