কঙ্গনার নায়িকা হতে চান ইরফান !

ঠিকই পড়েছেন ৷ ইরফান খান এমনটিই চাইছেন ৷ ইরফান খানের কথায়, কঙ্গনা নায়ক হবেন, তিনি হবে নায়িকা ৷ এরকম এক স্ক্রিপ্ট পেলে তবেই ইরফান করবেন ছবি !

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: ঠিকই পড়েছেন ৷ ইরফান খান এমনটিই চাইছেন ৷ ইরফান খানের কথায়, কঙ্গনা নায়ক হবেন, তিনি হবে নায়িকা ৷ এরকম এক স্ক্রিপ্ট পেলে তবেই ইরফান করবেন ছবি ! ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷ পরিচালক সাই কবীরের নতুন ছবি ‘ডিভাইন লাভ’ ছবিতে ইরফানের বিপরীতে কঙ্গনা রানাওয়াতকে অভিনয়ের কথা বলা হয়েছিল ৷ কিন্তু কঙ্গনা চাইছেন এমন একটা ছবি, যেখানে তিনি থাকবেন একাই ৷ আর একথা জানতে পেরেই ইরফান সম্প্রতি মন্তব্য করেছেন, আমি কঙ্গনার হিরোইন হতে চাই, কঙ্গনা আমার হিরো ! এরকম এক চিত্রনাট্য পেলে তবে কঙ্গনা আমার সঙ্গে ছবি করবে ৷

    First published:

    Tags: Bollywood, ETV News Bangla, Irfan Khan, Kangana Ranaut, কঙ্গনা রানাওয়াত