বাহুবলি তো দেখেছেন, কিন্তু জানেন কি মাহিশমতি রাজ্য সত্যিই রয়েছে এদেশে?
Last Updated:
বাহুবলি তো দেখেছেন, কিন্তু জানেন কি মাহিশমতি রাজ্য সত্যিই রয়েছে এদেশে?
#আমেদাবাদ: হ্যাঁ, আছে ৷ সত্যিই রয়েছে বাহুবলির মাহিশমতি-র রাজ্য ৷ যে রাজ্যের রাজা হওয়ার জন্যই লড়াই বাহুবলি ও বল্লালদেবের ৷ যে রাজ্যের রাজা হওয়ার তাড়নাতেই হত্যা হল বাহুবলির ৷ আর যে রাজ্যের শপথ নিয়েই কাটাপ্পা হত্যা করল বাহুবলিকে ৷ রাজা মৌলির বাহুবলি ছবির পটভূমিকা যে সুবিশাল মাহিশমতিকে তৈরি হয়েছে, সে রাজ্য শুধু সিনেমার পর্দায় নয়, রয়েছে বাস্তবেও ! মধ্যপ্রদেশে নর্মদার পাশেই সুবিশাল এই রাজ্যের সন্ধান পাওয়া গিয়েছে ৷
ইতিহাস জানাচ্ছে, এক সময় এই মাহিশমতি-ই ছিল মধ্যপ্রদেশের অন্যতম রাজ্য ৷ কখনও এই রাজ্যকে বলা হত অবন্তির রাজত্ব, কখনও আবার অনুপা রাজত্ব ৷ মানচিত্র অনুযায়ী, উজ্জয়িনী-র দক্ষিণ প্রান্তে অবস্থিত এই মাহিশমতি ৷ গোটা রাজ্যের অবস্থানটাই নর্মদাকে কেন্দ্র করে৷
রাজা মৌলি, তাঁর বাহুবলি ছবিতেও দেখিয়েছেন নদী দিয়েই ঘেরা রয়েছে ছবির মাহিশমতি ৷ তবে শুধু ইতিহাসেই নয়, মহাভারত ও রামায়ণেও রয়েছে এই মাহিশমতি-র কথা ৷ এমনকী, রাবন নাকি আক্রমণ করেছিলেন মাহিশমতি রাজ্যকে ৷ পাণ্ডবারও বহুবার পা রেখেছিলেন এই মাহিশমতিতে !
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 11, 2017 8:04 PM IST