মীনা কুমারিকেও শুনতে হয়েছিল তিন তালাক !
Last Updated:
খুব অল্প সময়ের মধ্যেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারি ৷
#মুম্বই: খুব অল্প সময়ের মধ্যেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারি ৷ অল্প দিনের মধ্যেই নিজের ঝুলিতে পুরে ফেলেছিলেন প্রচুর হিট ছবি ৷ তবে ব্যক্তিগত জীবন মোটেই সুখের ছিল না তাঁর ৷ সিনেমার ট্র্যাজেডি ক্যুইন, নিজের জীবনেও হয়ে উঠেছিলেন ঠিক একই রকম ৷
ভারতে আর বৈধ নয় তিন তালাক। ঐতিহাসিক রায়ে জানাল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। আজ প্রধান বিচারপতি জে এস খেহরের বেঞ্চ জানিয়েছে, মুসলিম সমাজে প্রচলিত তাৎক্ষণিক তিন তালাক প্রথা অসাংবিধানিক।
তবে এত দিন পড়ে এই রায় হলেও এই তিন তালাকে ভুক্তভোগি অনেকেই ৷ যার মধ্যে ছিলেন মীনা কুমারিও ৷
advertisement
পরিচালক কমল আমরোহি-র সঙ্গে বিয়ে হয়েছিল মীনা কুমারির ৷ ১৯৫২ সালে ‘পাকিজা’ ছবির পর কমল আমরোহির সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয় মীনা কুমারি ৷ তারপরই নিকাহ ৷ কিন্তু কিছু বছরের মধ্যেই দু’জনের সম্পর্কে ভাঙন শুরু হয় ৷ আর সেই সময় কমল আমরোহি ‘তিন তালাক’ শব্দ উচ্চারণ করে ৷ আর তার পরেই, বিবাহ বিচ্ছেদ হয় মীনা কুমারির ৷
advertisement
শোনা যায় এরপরই আমান উলাহ খানের সঙ্গে নিকাহ হয় মীনা কুমারির ৷ যিনি জিনত আমনের বাবা ছিলেন ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 22, 2017 7:00 PM IST