corona virus btn
corona virus btn
Loading

মীনা কুমারিকেও শুনতে হয়েছিল তিন তালাক !

মীনা কুমারিকেও শুনতে হয়েছিল তিন তালাক !

খুব অল্প সময়ের মধ্যেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারি ৷

  • Share this:

#মুম্বই: খুব অল্প সময়ের মধ্যেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারি ৷ অল্প দিনের মধ্যেই নিজের ঝুলিতে পুরে ফেলেছিলেন প্রচুর হিট ছবি ৷ তবে ব্যক্তিগত জীবন মোটেই সুখের ছিল না তাঁর ৷ সিনেমার ট্র্যাজেডি ক্যুইন, নিজের জীবনেও হয়ে উঠেছিলেন ঠিক একই রকম ৷

ভারতে আর বৈধ নয় তিন তালাক। ঐতিহাসিক রায়ে জানাল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। আজ প্রধান বিচারপতি জে এস খেহরের বেঞ্চ জানিয়েছে, মুসলিম সমাজে প্রচলিত তাৎক্ষণিক তিন তালাক প্রথা অসাংবিধানিক।

তবে এত দিন পড়ে এই রায় হলেও এই তিন তালাকে ভুক্তভোগি অনেকেই ৷ যার মধ্যে ছিলেন মীনা কুমারিও ৷

পরিচালক কমল আমরোহি-র সঙ্গে বিয়ে হয়েছিল মীনা কুমারির ৷ ১৯৫২ সালে ‘পাকিজা’ ছবির পর কমল আমরোহির সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয় মীনা কুমারি ৷ তারপরই নিকাহ ৷ কিন্তু কিছু বছরের মধ্যেই দু’জনের সম্পর্কে ভাঙন শুরু হয় ৷ আর সেই সময় কমল আমরোহি ‘তিন তালাক’ শব্দ উচ্চারণ করে ৷ আর তার পরেই, বিবাহ বিচ্ছেদ হয় মীনা কুমারির ৷

শোনা যায় এরপরই আমান উলাহ খানের সঙ্গে নিকাহ হয় মীনা কুমারির ৷ যিনি জিনত আমনের বাবা ছিলেন ৷

First published: August 22, 2017, 7:03 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर