Watch VIRAL video: অমরনাথ যাত্রায় সৈফ-কন্যা সারা আলি খান, ভাইরাল ভিডিও, দেখুন

Last Updated:

ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নিরাপত্তারক্ষীদের বেষ্টনীতে দুরূহ পথে যাত্রা শুরু করেছেন 'সিংহম' নায়িকা।

মুম্বই: অমরনাথ যাত্রা শুরু করলেন অমৃতা-সৈফ কন্যা, বলি অভিনেত্রী সারা আলি খান। ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নিরাপত্তারক্ষীদের বেষ্টনীতে দুরূহ পথে যাত্রা শুরু করেছেন ‘সিংহম’ নায়িকা। পরনে নীল ট্র্যাক-স্যুট, গলায় উত্তরীয়।
advertisement
চলতি বছরের মে মাসেই কেদারনাথ গিয়েছিলেন সারা আলি খান। দর্শণ করেন উত্তরাখণ্ডের আরও একাধিক পীঠস্থান। সারা-কে শেষ দেখা যায় ভিকি কৌশলের বিপরীতে ‘জারা হটকে, জারা বচকে’ ছবিতে। আগামীতে তাঁকে দেখা যাবে ‘ অ্যায় বতন মেরে বতন’-এ। পাইপলাইনে রয়েছে ‘ মেট্রো… ইন দিনি’, ‘মার্ডার মুবারক’।
advertisement
এ’বছর ১ জুলাই থেকে শুরু হয়েছিল অমরনাথ যাত্রা। কিন্তু জম্মুতে প্রবল বৃষ্টির কারণে প্রথম দিনেই বাতিল হয় যাত্রা। যাত্রা বাতিল হয় দ্বিতীয় দিনেও। ফলে জম্মু ও আমরনাথের পথে বিভিন্ন জায়গায় আটকে যান পুণ্যার্থীরা। জুলাই মাসের শুরু থেকেই জম্মু-সহ আশাপাশের পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টি হয়। মহাগুন টপ-সহ অমরনাথ গুহা সংলগ্ন এলাকায় বৃষ্টির সঙ্গে হয় তুষারপাতও। সেই সময় অমরনাথ শ্রাইং বোর্ডের তরফে বলা হয়, ” আবহাওয়া ও প্রবল বৃষ্টির জন্য পহেলগাওঁ ও বালতাল-দুই রুটেই যাত্রা বাতিল করা হয়েছে। ভগবতীনগর বেস ক্যাম্পে যেসব পুণ্যার্থী রয়েছেন তারা আপাতত সেখানেই থাকবেন। আবাহাওয়া ঠিক হলে ফের যাত্রা শুরু হবে।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Watch VIRAL video: অমরনাথ যাত্রায় সৈফ-কন্যা সারা আলি খান, ভাইরাল ভিডিও, দেখুন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement