Watch VIRAL video: অমরনাথ যাত্রায় সৈফ-কন্যা সারা আলি খান, ভাইরাল ভিডিও, দেখুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নিরাপত্তারক্ষীদের বেষ্টনীতে দুরূহ পথে যাত্রা শুরু করেছেন 'সিংহম' নায়িকা।
মুম্বই: অমরনাথ যাত্রা শুরু করলেন অমৃতা-সৈফ কন্যা, বলি অভিনেত্রী সারা আলি খান। ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নিরাপত্তারক্ষীদের বেষ্টনীতে দুরূহ পথে যাত্রা শুরু করেছেন ‘সিংহম’ নায়িকা। পরনে নীল ট্র্যাক-স্যুট, গলায় উত্তরীয়।
#WATCH | Actress Sara Ali Khan undertakes Amarnath Yatra in J&k. pic.twitter.com/UIiiWvOe2j
— ANI (@ANI) July 20, 2023
advertisement
চলতি বছরের মে মাসেই কেদারনাথ গিয়েছিলেন সারা আলি খান। দর্শণ করেন উত্তরাখণ্ডের আরও একাধিক পীঠস্থান। সারা-কে শেষ দেখা যায় ভিকি কৌশলের বিপরীতে ‘জারা হটকে, জারা বচকে’ ছবিতে। আগামীতে তাঁকে দেখা যাবে ‘ অ্যায় বতন মেরে বতন’-এ। পাইপলাইনে রয়েছে ‘ মেট্রো… ইন দিনি’, ‘মার্ডার মুবারক’।
advertisement
এ’বছর ১ জুলাই থেকে শুরু হয়েছিল অমরনাথ যাত্রা। কিন্তু জম্মুতে প্রবল বৃষ্টির কারণে প্রথম দিনেই বাতিল হয় যাত্রা। যাত্রা বাতিল হয় দ্বিতীয় দিনেও। ফলে জম্মু ও আমরনাথের পথে বিভিন্ন জায়গায় আটকে যান পুণ্যার্থীরা। জুলাই মাসের শুরু থেকেই জম্মু-সহ আশাপাশের পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টি হয়। মহাগুন টপ-সহ অমরনাথ গুহা সংলগ্ন এলাকায় বৃষ্টির সঙ্গে হয় তুষারপাতও। সেই সময় অমরনাথ শ্রাইং বোর্ডের তরফে বলা হয়, ” আবহাওয়া ও প্রবল বৃষ্টির জন্য পহেলগাওঁ ও বালতাল-দুই রুটেই যাত্রা বাতিল করা হয়েছে। ভগবতীনগর বেস ক্যাম্পে যেসব পুণ্যার্থী রয়েছেন তারা আপাতত সেখানেই থাকবেন। আবাহাওয়া ঠিক হলে ফের যাত্রা শুরু হবে।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 3:57 PM IST