corona virus btn
corona virus btn
Loading

ভারতীয় সিনেমার সংরক্ষণে Viacom18-এর বিশেষ ওয়ার্কশপ

ভারতীয় সিনেমার সংরক্ষণে Viacom18-এর বিশেষ ওয়ার্কশপ

গত চার বছর ধরেই মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই, পুণে, কলকাতার মতো শহর ঘুরে ভারতীয় সিনেমার সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে Viacom18 ৷

  • Share this:

#হায়দরাবাদ: গত চার বছর ধরেই মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই, পুণে, কলকাতার মতো শহর ঘুরে ভারতীয় সিনেমার সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে Viacom18 ৷ ভারতীয় সিনেমার উজ্জ্বল সময়কে ধরে রাখার জন্য বিশেষ পদ্ধতি শেখানোর দায়িত্বও নিয়েছে এই সংস্থা ৷ ডিজিটাল যুগে এসে স্বভাবতই হারিয়ে যেতে চলেছে বহু দুস্পাপ্র সিনেমা, ফুটেজ, ফিল্ম পোস্টার ৷ সেগুলোকেই সংরক্ষণ করার তাগিদে এই ওয়ার্রশপ ৷

Viacom18-এর মিডিয়া ও এন্টারটেমেন্ট এবং ফিল্ম হেরিটেজের পক্ষ থেকেই নেওয়া হয়েছে এই উদ্যোগ ৷ এই সংস্থার উদ্দেশ্যই গোটা দেশের চলচ্চিত্রের সঙ্গে জড়িত সমস্ত রকম বিষয়কে যেমন, ফিল্ম, স্টিল ফুটেজ, পোস্টার, সব কিছুকেই সংরক্ষণ করা ৷ গোটা চার বছর ধরেই এই কাজ করে চলেছে এই সংস্থা ৷ ২০১৫ সালে মুম্বইতে, ২০১৬ সালে পুণেতে, ২০১৭ সালে চেন্নাই, ২০১৮ সালে কলকাতা ৷ তবে এবার এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে হায়দরাবাদে ৷ এই নিয়ে পঞ্চমবার এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে ৷ ডিসেম্বর মাসের ৮ থেকে ১৫ ডিসেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হবে এই ওয়ার্কশপ ৷ এই প্রথমবার এই ওয়ার্কশপে অংশ নেবে নেপাল, বাংলাদেশ, ভুটান, আফগানিস্থানের সিনেমার সঙ্গে যুক্ত মানুষেরা ৷ এই ওয়ার্কশপের উদ্দেশ্যেই হল কীভাবে সিনেমাকে সংরক্ষণ করা যায় তা নিয়ে ট্রেনিং দেওয়া ৷

এই সংরক্ষণ নিয়ে তামিল ইন্ডাস্ট্রি-র জনপ্রিয় অভিনেতা নাগার্জুন জানান, ‘অন্নপূর্ণা স্টুডিওতে একটা ছোট সংগ্রহশালা তৈরি করা হয়েছে, যেখানে আমার বাবার ফিল্ম পোস্টার, অ্যাওয়ার্ডগুলোকে আকার্ইভ করা হয়েছে ৷ যেমন, লয়লা মজনু, দেবদাসু, মিসাম্মা, মায়াবাজার, বাতাসারি, প্রেমাবিশেখাম, ধরণের মতে ছবিগুলো সংরক্ষণ করা হয়েছে ৷ এই গুলোতেই রয়েছে ভারতীয় সিনেমার উজ্জ্বল সময় লুকিয়ে ৷ তো সেখান থেকেই সিনেমার সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ !’

অন্যদিকে, Film Preservation & Restoration Workshop, Sudhanshu Vats, Group CEO and MD, Viacom18- জানিয়েছেন, ‘চলচ্চিত্র আমাদের দেশের ঐতিহ্যের খুব গুরুত্বপূর্ণ অংশ ৷ দেশের চরিত্র, দেশের পরিবর্তন সব কিছুই ধরা পড়ে চলচ্চিত্রের মধ্যে দিয়ে ৷ তাই অন্তত, চলচ্চিত্রের সংরক্ষণের মধ্যে দিয়ে কোনও এক সময়কেও সংরক্ষণ করা সম্ভব হয় ৷ ’

এই ওয়ার্কশপ সম্পর্কে আরও বিশদে জানতে পারবেন নীচে দেওয়া ওয়েবসাইট লিঙ্কে-- www.filmheritagefoundation.co.in.
First published: August 20, 2019, 4:38 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर