ভারতীয় সিনেমার সংরক্ষণে Viacom18-এর বিশেষ ওয়ার্কশপ

Last Updated:

গত চার বছর ধরেই মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই, পুণে, কলকাতার মতো শহর ঘুরে ভারতীয় সিনেমার সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে Viacom18 ৷

#হায়দরাবাদ: গত চার বছর ধরেই মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই, পুণে, কলকাতার মতো শহর ঘুরে ভারতীয় সিনেমার সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে Viacom18 ৷ ভারতীয় সিনেমার উজ্জ্বল সময়কে ধরে রাখার জন্য বিশেষ পদ্ধতি শেখানোর দায়িত্বও নিয়েছে এই সংস্থা ৷ ডিজিটাল যুগে এসে স্বভাবতই হারিয়ে যেতে চলেছে বহু দুস্পাপ্র সিনেমা, ফুটেজ, ফিল্ম পোস্টার ৷ সেগুলোকেই সংরক্ষণ করার তাগিদে এই ওয়ার্রশপ ৷
Viacom18-এর মিডিয়া ও এন্টারটেমেন্ট এবং ফিল্ম হেরিটেজের পক্ষ থেকেই নেওয়া হয়েছে এই উদ্যোগ ৷ এই সংস্থার উদ্দেশ্যই গোটা দেশের চলচ্চিত্রের সঙ্গে জড়িত সমস্ত রকম বিষয়কে যেমন, ফিল্ম, স্টিল ফুটেজ, পোস্টার, সব কিছুকেই সংরক্ষণ করা ৷ গোটা চার বছর ধরেই এই কাজ করে চলেছে এই সংস্থা ৷ ২০১৫ সালে মুম্বইতে, ২০১৬ সালে পুণেতে, ২০১৭ সালে চেন্নাই, ২০১৮ সালে কলকাতা ৷ তবে এবার এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে হায়দরাবাদে ৷ এই নিয়ে পঞ্চমবার এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে ৷ ডিসেম্বর মাসের ৮ থেকে ১৫ ডিসেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হবে এই ওয়ার্কশপ ৷ এই প্রথমবার এই ওয়ার্কশপে অংশ নেবে নেপাল, বাংলাদেশ, ভুটান, আফগানিস্থানের সিনেমার সঙ্গে যুক্ত মানুষেরা ৷ এই ওয়ার্কশপের উদ্দেশ্যেই হল কীভাবে সিনেমাকে সংরক্ষণ করা যায় তা নিয়ে ট্রেনিং দেওয়া ৷
advertisement
এই সংরক্ষণ নিয়ে তামিল ইন্ডাস্ট্রি-র জনপ্রিয় অভিনেতা নাগার্জুন জানান, ‘অন্নপূর্ণা স্টুডিওতে একটা ছোট সংগ্রহশালা তৈরি করা হয়েছে, যেখানে আমার বাবার ফিল্ম পোস্টার, অ্যাওয়ার্ডগুলোকে আকার্ইভ করা হয়েছে ৷ যেমন, লয়লা মজনু, দেবদাসু, মিসাম্মা, মায়াবাজার, বাতাসারি, প্রেমাবিশেখাম, ধরণের মতে ছবিগুলো সংরক্ষণ করা হয়েছে ৷ এই গুলোতেই রয়েছে ভারতীয় সিনেমার উজ্জ্বল সময় লুকিয়ে ৷ তো সেখান থেকেই সিনেমার সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ !’
advertisement
advertisement
অন্যদিকে, Film Preservation & Restoration Workshop, Sudhanshu Vats, Group CEO and MD, Viacom18- জানিয়েছেন, ‘চলচ্চিত্র আমাদের দেশের ঐতিহ্যের খুব গুরুত্বপূর্ণ অংশ ৷ দেশের চরিত্র, দেশের পরিবর্তন সব কিছুই ধরা পড়ে চলচ্চিত্রের মধ্যে দিয়ে ৷ তাই অন্তত, চলচ্চিত্রের সংরক্ষণের মধ্যে দিয়ে কোনও এক সময়কেও সংরক্ষণ করা সম্ভব হয় ৷ ’
এই ওয়ার্কশপ সম্পর্কে আরও বিশদে জানতে পারবেন নীচে দেওয়া ওয়েবসাইট লিঙ্কে--
advertisement
www.filmheritagefoundation.co.in.
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভারতীয় সিনেমার সংরক্ষণে Viacom18-এর বিশেষ ওয়ার্কশপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement