#মুম্বই: বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের বিয়ে নিয়ে প্রথম থেকেই ছিল নানা হইচই ৷ তার ওপর যবে থেকে জানা গিয়েছিল, বরুণের বিয়েতে মেনে চলা হবে নো মোবাইল ফোন নীতি, নেটিজেনরা তো বরের বেশে বরুণকে এবং বধূর বেশে নাতাশাকে দেখার জন্য উতলা হয়ে পড়েছিল ৷ শেষমেশ সামনে এসেই গেল বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের বিয়ের ছবি ৷ যে ছবি দেখার জন্য সকাল থেকে নেটপাড়ায় অধীর আগ্রহে বসে ছিলেন নেটিজেনের দল ৷ তাঁদের অপেক্ষার ঘটল অবসান ৷ তাও আবার খোদ সদ্য বিবাহিত বলিউডের চকোলেট হিরো বরুণ ধাওয়ানের হাত ধরেই ৷বরুণের বিয়েতে বহু বলিউড সেলেব উপস্থিত না থাকলেও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বরুণ ও নাতাশাকে শুভেচ্ছা জানিয়েছেন দীপিকা, অনুষ্কা, সোনাক্ষি, রণবীর সিংয়ের মতো সেলেবরা ৷ তবে এই শুভেচ্ছার মাঝেই বরুণের হাত ধরেই বেরিয়ে এল আরেক সেলেব্রিটির বিয়ের খবর ৷ বলা ভালো বরুণের হাত ধরেই ফাঁস হলো আরেক বলিউডের বিগ বিয়ের তথ্য !