বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর ? ইনস্টাগ্রাম পোস্টে বরুণই দিলেন তার ইঙ্গিত !

Last Updated:

বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের বিয়ে নিয়ে প্রথম থেকেই ছিল নানা হইচই ৷

#মুম্বই: বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের বিয়ে নিয়ে প্রথম থেকেই ছিল নানা হইচই ৷ তার ওপর যবে থেকে জানা গিয়েছিল, বরুণের বিয়েতে মেনে চলা হবে নো মোবাইল ফোন নীতি, নেটিজেনরা তো বরের বেশে বরুণকে এবং বধূর বেশে নাতাশাকে দেখার জন্য উতলা হয়ে পড়েছিল ৷ শেষমেশ সামনে এসেই গেল বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের বিয়ের ছবি ৷ যে ছবি দেখার জন্য সকাল থেকে নেটপাড়ায় অধীর আগ্রহে বসে ছিলেন নেটিজেনের দল ৷ তাঁদের অপেক্ষার ঘটল অবসান ৷ তাও আবার খোদ সদ্য বিবাহিত বলিউডের চকোলেট হিরো বরুণ ধাওয়ানের হাত ধরেই ৷
বরুণের বিয়েতে বহু বলিউড সেলেব উপস্থিত না থাকলেও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বরুণ ও নাতাশাকে শুভেচ্ছা জানিয়েছেন দীপিকা, অনুষ্কা, সোনাক্ষি, রণবীর সিংয়ের মতো সেলেবরা ৷ তবে এই শুভেচ্ছার মাঝেই বরুণের হাত ধরেই বেরিয়ে এল আরেক সেলেব্রিটির বিয়ের খবর ৷ বলা ভালো বরুণের হাত ধরেই ফাঁস হলো আরেক বলিউডের বিগ বিয়ের তথ্য !
advertisement
advertisement
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷ বহুদিন ধরেই গুঞ্জনে রয়েছেন শ্রদ্ধা কাপুর এবং জনপ্রিয় ফটোগ্রাফারা রাকেশ শ্রেষ্ঠার সম্পর্ক ৷ দু’জনে এই সম্পর্কের কথা স্বীকার না করলেও, শোনা যাচ্ছে এই দু’জনের মধ্যে প্রেম এতটাই গভীর যে শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে পারেন রাকেশ ও শ্রদ্ধা ৷ আর এই সাত পাকে বাঁধা পড়ার খবরটিই ফাঁস করে ফেললেন বরুণ ধাওয়ান ৷
advertisement
ঘটনাটি হলো, ইনস্টাগ্রামে বিয়ের জন্য বরুণকে শুভেচ্ছা জানান রাকেশ ৷ আর সেখানেই বরুণ রাকেশকে স্পষ্ট লেখেন, আশা করছি এবার তুমি তৈরি !
বরুণের এই লেখা থেকেই নেটপাড়ায় নতুন গুঞ্জন ৷ শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন শ্রদ্ধা ৷ অন্যদিকে, সংবাদমাধ্যমকে শ্রদ্ধার বাবা শক্তি কাপুর বলেছেন, ‘শ্রদ্ধা কবে এবং কাকে বিয়ে করবে এটা একেবারেই তাঁর সিদ্ধান্ত ৷ বাবা হিসেবে ওর সব সিদ্ধান্তের সঙ্গে আছি ! ’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর ? ইনস্টাগ্রাম পোস্টে বরুণই দিলেন তার ইঙ্গিত !
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement