Vaibhavi Merchant: ‘ঢিন্ডোরা’ নাচের আগেই ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল রণবীরের; কারণ জানালেন বৈভবী

Last Updated:

Vaibhavi Merchant: এই ছবির ‘ঢিন্ডোরা বাজে রে’ গানটি যেন প্রচলিত সমস্ত ধারা ভেঙে দিয়েছে। ওই গানে মঞ্চে আগুন লাগিয়ে দিয়েছে রণবীর সিং এবং টোটা রায়চৌধুরীর যুগলবন্দি।

‘ঢিন্ডোরা বাজে রে’ গানে নাচের দৃশ্যে ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল রণবীরের
‘ঢিন্ডোরা বাজে রে’ গানে নাচের দৃশ্যে ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল রণবীরের
বি-টাউনের স্বনামধন্য কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট। বহু কিংবদন্তি গানে প্রাণ দিয়েছেন তিনি। এমনকী হিন্দি ছবির দুনিয়ার বড় বড় তারকাদের সঙ্গেও কাজ করেছেন। সম্প্রতি বৈভবী কাজ করেছেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। আর এই ছবির ‘ঢিন্ডোরা বাজে রে’ গানটি যেন প্রচলিত সমস্ত ধারা ভেঙে দিয়েছে। ওই গানে মঞ্চে আগুন লাগিয়ে দিয়েছে রণবীর সিং এবং টোটা রায়চৌধুরীর যুগলবন্দি। আর ওই দুই তারকা মসৃণ ভাবে যাতে শাস্ত্রীয় ঘরানার নৃত্যের প্রতিটি স্টেপে পারফরম্যান্স দিতে পারেন, তার পিছনে অবশ্য রয়েছে বৈভবী মার্চেন্টের হাত।
একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে বৈভবী প্রকাশ্যে আনেন যে, এই নাচের কোরিওগ্রাফি একেবারে নিখুঁত মনে হয়েছে ঠিকই, তবে ছবির পরিচালক করণ জোহর এবং অভিনেতা রণবীর সিং এই বিষয়ে বেশ নার্ভাস ছিলেন।
advertisement
কীভাবে করণ আর রণবীরকে সেই সময় ঠান্ডা করেছিলেন, সেই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে বৈভবী জানান, “করণ আমায় চ্যালেঞ্জ করে বলেছিল যে ‘ঢিন্ডোরা বাজে রে’ গানটিতে টোটা রায়চৌধুরী এবং রণবীর সিংয়ের শাস্ত্রীয় কত্থক নৃত্যের যুগলবন্দি দেখা যাবে। অনেকটা ‘ডোলা রো ডোলা’ গানের মতো। আমার তখন ভাবছি, ‘হে ভগবান, মরে গেলাম আমি’। কারণ রণবীর আগে কখনওই ক্লাসিক্যাল নাচেননি। আর টোটাও তো কখনওই নাচ করেননি।”
advertisement
বৈভবী আরও বলেন, “এই চ্যালেঞ্জ আমার পরিচালক আমায় দিয়েছেন। ফলে আমায় সেটা করতেই হত। রণবীর তো ভয়ে রীতিমতো কাঁঁপছিল। উত্তেজনার জেরে ফোন করছিল। কিন্তু এদিকে আমায় ডেকে কিছুতেই বলতে পারছে না যে, আমার দ্বারা হবে না। কারণ ও ‘ব্যান্ড বাজা বারাত’-এর সময় থেকেই আমাকে জানে। তবে আমায় ওকে শান্ত করতে হয়েছিল। এরপরে আবার করণের ফোন এল। উত্তেজিত হয়ে আমায় জিজ্ঞাসা করছে, ‘আমরা এটা রাখব তো?’ আমি বলি, করণ, শান্ত হও। আমরা এখন এটার জন্য প্রস্তুত। আমার উপর বিষয়টা ছেড়ে দাও। আমাকেই এটা সাজাতে দাও। প্রথম দিনে রণবীরের পায়ে ঘুঙুর বেঁধে দেওয়ার কথা আমার মনে আছে। বলেছিলাম, দেখো, আমি ইতিমধ্যেই ওকে ক্র্যাশ কোর্স করিয়ে দিয়েছি। আর এটাই ছিল আট দিনের সেই নাচ-গানের মুহূর্ত।”
advertisement
ইন্টারভিউতে বৈভবী সেই সময়ের কথাও তুলে ধরেন, যখন একজন উঠতি পরিচালক তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর কথায়, “আমার প্রথম গানেই এটা হয়েছিল। যদিও আমি সেটার নাম করতে চাই না। কিন্তু প্রথম ওই গানের সময় পরিচালক নিজে আমায় বলেছিলেন যে, তুমি নিজেকে কী মনে করো? তুমি কি ভাবো তুমি বিশাল কেউ? কথাটা শুনে আমি ঠান্ডা থেকেছিলাম। বিষয়টাকে পাত্তা দিইনি। সেই কথাটার প্রভাব নিজের উপর পড়তে দিইনি। কারণ আমার উপর আশীর্বাদ ছিল। আমি শুধু সেটে নিজের কাজটুকু করছিলাম।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vaibhavi Merchant: ‘ঢিন্ডোরা’ নাচের আগেই ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল রণবীরের; কারণ জানালেন বৈভবী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement