‘পিঙ্ক’ নিয়ে বিচারপতি কাটজু-র সঙ্গে বচসায় মাতলেন অমিতাভ !
Last Updated:
পিঙ্ক’ ছবি নিয়ে গোটা দেশ উচ্ছ্বসিত ৷ শুধু চিত্রনাট্য নিয়ে নয়, ছবিতে অমিতাভের অভিনয় নিয়ে নানা মহলে উচ্চ প্রশংসা ৷ কিন্তু এই
#মুম্বই: ‘পিঙ্ক’ ছবি নিয়ে গোটা দেশ উচ্ছ্বসিত ৷ শুধু চিত্রনাট্য নিয়ে নয়, ছবিতে অমিতাভের অভিনয় নিয়ে নানা মহলে উচ্চ প্রশংসা ৷ কিন্তু এই ছবি দেখে একটুও খুশি নন, সুপ্রিম কোর্টের বিচারপতি মারকান্দে কাটজু ৷ ছবি দেখার পর অমিতাভকে সমালোচনা করলেন প্রকাশ্যেই !
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ‘পিঙ্ক’ ছবি দেখেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি মারকান্দে কাটজু ! আর ছবি দেখে অমিতাভের সমালোচনায় একেবারে মুখর হয়েছেন তিনি ৷ কাটজু, সোশ্যাল নেটওর্য়াকিংয়ে লেখেন, ‘অমিতাভ বচ্চনের মাথায় কিচ্ছু নেই ৷ তবুও এই অভিনেতাকে নিয়ে দেশের লোক মাথায় তুলে রেখেছে ৷’
কাটজু-র এই কথার জবাবও দিয়েছেন অমিতাভ ৷ তিনিও কাটজুর নাম করে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে লিখলেন, ‘কাটজু ঠিকই বলেছেন আমার মাথায় সত্যিই কিছু নেই ৷ এই নিয়ে তাই বচসার দরকারও নেই ৷’
advertisement
advertisement
অমিতাভ আরও লেখেন, কাটজু আমার স্কুলের সিনিয়র ৷ ওর সঙ্গে আমার কোনও শত্রুতা নেই !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2016 2:23 PM IST