June Aunty: ‘বরাবরই একটা ইয়ে আছে!’ দাপুটে খলনায়িকাও ভয় পান!

Last Updated:

লাল টি শার্ট পরে চোখ বুজে কোভিড টিকা নিচ্ছেন জুন আন্টি! সেই ছবি শেয়ার করেছেন ঊষসী ৷

কলকাতা : পর্দার বাইরেও জুন আন্টি ওরফে ঊষসী চক্রবর্তীর জনপ্রিয়তা তুঙ্গে ৷ তার আঁচ পাওয়া যায় ফেসবুকে অভিনেত্রীর প্রোফাইলে গেলেই ৷ নিজেকে নিয়েও রসিকতা করতে ছাড়েন না তিনি ৷ সম্প্রতি শেয়ার করেছেন তাঁর টিকা নেওয়ার ছবি ৷ টেলিভিশনের পর্দায় শ্রীময়ীর সংসার ছারখার করে দেওয়া জুন আন্টিও কিন্তু ভয় পান ৷ ইঞ্জেকশনে তাঁর বেজায় ভীতি ৷ লাল টি শার্ট পরে চোখ বুজে কোভিড টিকা নিচ্ছেন জুন আন্টি! সেই ছবি শেয়ার করেছেন ঊষসী ৷ ক্যাপশনে লিখেছেন ‘ইঞ্জেকশনে আমার বরাবরই একটা ইয়ে আছে৷’
তাঁর এই পোস্টও যথারীতি প্লাবিত অনুরাগীদের মন্তব্যস্রোতে ৷ এক সুরসিক নেটিজেন লিখেছেন, ‘শুনেছিলাম করোনা নাকি জুন আন্টি ভ্যাকসিন নিয়েছে!’ কোনও নেটিজেন তো বিস্মিত ৷ সেরা খলনায়িকাও নাকি ইঞ্জনেকশনে ভয় পান! ধারাবাহিকে সকলে যাঁকে ভয় পান, তিনিই নাকি ইঞ্জেকশন নিতে ভয় পান! এই ধনের মজার পাশাপাশি অনেকেই ঊষসীকে বলেছেন তাঁর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে ৷ ঠিকমতো ওষুধ খেতে ৷ পরদিনই, অর্থাৎ মঙ্গলবার ঊষসী ফেসবুকে জানান, কোভিড টিকা নেওয়ার পর থেকে তিনি জ্বরে শয্যাশায়ী ৷ সঙ্গে গায়ে হাত পায়ে ব্যথা ও অস্বাভাবিক দুর্বলতা ৷
advertisement
advertisement
প্রসঙ্গত ‘শ্রীময়ী’ ধারাবাহিকে কিছু দিন দেখানো হয়নি জুন আন্টিকে ৷ সে সময় দর্শকদের চাহিদা ছিল, তাঁর চরিত্রটি ফিরিয়ে আনতে হবে ৷ সোশ্যাল মিডিয়ায় সেই দাবিও জোরালো হয়ে ওঠে ৷ তিনি যে আবার ধারাবাহিকে ফিরছেন, নিজেই প্রোমো শেয়ার করে ইঙ্গিত দেন ঊষসী ৷
তাঁর অভিনয়ের প্রভাব যে কত গভীর, তা নিয়েও একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন সম্প্রতি ৷ সেখানে দেখা যাচ্ছে এক মহিলা দর্শক মন দিয়ে ‘শ্রীময়ী’ ধারাবাহিক দেখছেন ৷ পর্দায় জুন আন্টির মুখ থেকে সংলাপ শোনা মাত্র দর্শক মহিলা রীতিমতো খেপে গেলেন ৷ আর কিছু না পেয়ে রিমোট দিয়েই আঘাত করে বসলেন পর্দায় জুন আন্টিকে ! সঙ্গে গালিবর্ষণও চলছে৷
advertisement
এই ভিডিয়োকে নিজের সুঅভিনয়ের স্বীকৃতি বলেই মেনে নিয়েছেন ঊষসী ৷ ক্যাপশনে লিখেছেন, ‘আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার’৷ ঊষসীর এই পোস্ট নিয়েও হাসির হুল্লোড় নেটিজেনদের মধ্যে ৷ তাঁরা বলেছেন, ঊষসী তথা জুন আন্টিকে ছাড়া ‘শ্রীময়ী’ জমে না ৷ কিছু দিন অদেখার পর দ্বিতীয় ইনিংসে দর্শকরা তাঁকে স্বাগত জানিয়েছেন ধারাবাহিকে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
June Aunty: ‘বরাবরই একটা ইয়ে আছে!’ দাপুটে খলনায়িকাও ভয় পান!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement