কলকাতা : পর্দার বাইরেও জুন আন্টি ওরফে ঊষসী চক্রবর্তীর জনপ্রিয়তা তুঙ্গে ৷ তার আঁচ পাওয়া যায় ফেসবুকে অভিনেত্রীর প্রোফাইলে গেলেই ৷ নিজেকে নিয়েও রসিকতা করতে ছাড়েন না তিনি ৷ সম্প্রতি শেয়ার করেছেন তাঁর টিকা নেওয়ার ছবি ৷ টেলিভিশনের পর্দায় শ্রীময়ীর সংসার ছারখার করে দেওয়া জুন আন্টিও কিন্তু ভয় পান ৷ ইঞ্জেকশনে তাঁর বেজায় ভীতি ৷ লাল টি শার্ট পরে চোখ বুজে কোভিড টিকা নিচ্ছেন জুন আন্টি! সেই ছবি শেয়ার করেছেন ঊষসী ৷ ক্যাপশনে লিখেছেন ‘ইঞ্জেকশনে আমার বরাবরই একটা ইয়ে আছে৷’
তাঁর এই পোস্টও যথারীতি প্লাবিত অনুরাগীদের মন্তব্যস্রোতে ৷ এক সুরসিক নেটিজেন লিখেছেন, ‘শুনেছিলাম করোনা নাকি জুন আন্টি ভ্যাকসিন নিয়েছে!’ কোনও নেটিজেন তো বিস্মিত ৷ সেরা খলনায়িকাও নাকি ইঞ্জনেকশনে ভয় পান! ধারাবাহিকে সকলে যাঁকে ভয় পান, তিনিই নাকি ইঞ্জেকশন নিতে ভয় পান! এই ধনের মজার পাশাপাশি অনেকেই ঊষসীকে বলেছেন তাঁর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে ৷ ঠিকমতো ওষুধ খেতে ৷ পরদিনই, অর্থাৎ মঙ্গলবার ঊষসী ফেসবুকে জানান, কোভিড টিকা নেওয়ার পর থেকে তিনি জ্বরে শয্যাশায়ী ৷ সঙ্গে গায়ে হাত পায়ে ব্যথা ও অস্বাভাবিক দুর্বলতা ৷
প্রসঙ্গত ‘শ্রীময়ী’ ধারাবাহিকে কিছু দিন দেখানো হয়নি জুন আন্টিকে ৷ সে সময় দর্শকদের চাহিদা ছিল, তাঁর চরিত্রটি ফিরিয়ে আনতে হবে ৷ সোশ্যাল মিডিয়ায় সেই দাবিও জোরালো হয়ে ওঠে ৷ তিনি যে আবার ধারাবাহিকে ফিরছেন, নিজেই প্রোমো শেয়ার করে ইঙ্গিত দেন ঊষসী ৷
তাঁর অভিনয়ের প্রভাব যে কত গভীর, তা নিয়েও একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন সম্প্রতি ৷ সেখানে দেখা যাচ্ছে এক মহিলা দর্শক মন দিয়ে ‘শ্রীময়ী’ ধারাবাহিক দেখছেন ৷ পর্দায় জুন আন্টির মুখ থেকে সংলাপ শোনা মাত্র দর্শক মহিলা রীতিমতো খেপে গেলেন ৷ আর কিছু না পেয়ে রিমোট দিয়েই আঘাত করে বসলেন পর্দায় জুন আন্টিকে ! সঙ্গে গালিবর্ষণও চলছে৷
এই ভিডিয়োকে নিজের সুঅভিনয়ের স্বীকৃতি বলেই মেনে নিয়েছেন ঊষসী ৷ ক্যাপশনে লিখেছেন, ‘আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার’৷ ঊষসীর এই পোস্ট নিয়েও হাসির হুল্লোড় নেটিজেনদের মধ্যে ৷ তাঁরা বলেছেন, ঊষসী তথা জুন আন্টিকে ছাড়া ‘শ্রীময়ী’ জমে না ৷ কিছু দিন অদেখার পর দ্বিতীয় ইনিংসে দর্শকরা তাঁকে স্বাগত জানিয়েছেন ধারাবাহিকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: June Aunty, Sreemoyee, Ushasie chakraborty