ছিল ‘কাকলি ফার্নিচার’, হল টাং ট্যুইস্টার, ‘দামে কম মানে ভাল’-তে আচ্ছন্ন জুন আন্টিও

Last Updated:

তিনি এই ভাইরাল বিজ্ঞাপনের ক্যাচলাইন ‘দামে কম, মানে ভাল, কাকলি ফার্নিচার’ কে তিনি পাল্টে দিলেন টাং ট্যুইস্টারে!

কলকাতা : পর্দায় জুন আন্টির কাজই পরিবারে জটিলতা তৈরি করা ৷ কিন্তু বাস্তবের ঊষসী উদ্বিগ্ন এই অতিমারির ঘূর্ণাবর্তে ৷ দমবন্ধ পরিবেশ থেকে মুক্তি পেতে খুঁজে নিলেন কিছু হাসির উপাদান ৷ গা ভাসালেন ‘কাকলি ফার্নিচার’-এর স্রোতে ৷ কোনও মিম বা অন্য কোনও রসিকতা নয় ৷ বরং, তিনি এই ভাইরাল বিজ্ঞাপনের ক্যাচলাইন ‘দামে কম, মানে ভাল, কাকলি ফার্নিচার’ কে তিনি পাল্টে দিলেন টাং ট্যুইস্টারে!
একটানা কত ক্ষণ বলতে পারেন এই ক্যাচলাইন, সেটাই ক্যামেরাবন্দি করলেন ঊষসী ৷ তার পর পোস্ট করলেন ফেসবুকে ৷ নিজের ভিডিয়োর সঙ্গে দিয়েছেন নিজস্ব বার্তাও-‘হয় পাগল ভাল কর মা নইলে ভাল করে পাগল কর মা’!
অনুরাগীদের কাছে তাঁর অনুরোধ, বেশি বিচার না করতে ৷  তাঁর কথায়, ‘প্রচন্ড উদ্বেগ আর প্যানিকের মধ্যে একটু আধটু ননসেন্স মজা না করতে পারলে তো ভয়েই মারা যাব ৷’
advertisement
advertisement
সামাজিক মাধ্যমের পাতায় পোস্ট করা মাত্র জুন আন্টির পোস্ট ভেসে গিয়েছে অনুরাগীদের মন্তব্য-স্রোতে ৷ ঊশসীর পোস্টের সঙ্গে মানানসই হয়েই এসেছে মজার মজার মন্তব্য ৷ নেটিজেনদের মন্তব্যে উঁকি দিয়ে গিয়েছে শোভন-বৈশাখী-রত্নার মিমের মতো সাম্প্রতিক প্রসঙ্গও ৷ অনেকে বিস্মিত, যে জুন আন্টিও কাকলি-সিন্ড্রোম থেকে রেহাই পেলেন না!
তবে তার মধ্যেই দর্শকরা বলে গিয়েছেন, ‘শ্রীময়ী’ ধারাবাহিকে ফিরে আসার জন্য ৷ তাঁদের অনুযোগ, ‘জুন আন্টি’-কে ছাড়া ধারাবাহিক জমছে না ৷ বিনোদন মহলের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, বেশ কিছু দিন জুন আন্টিকে দেখা না যাওয়ায় ব্যাহত হচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা ৷ তবে তাঁদের মনখারাপের দিন শেষ হতে চলেছে হয়তো ৷ কারণ ধারাবাহিকে ফিরেত চলেছেন জুন আন্টি ৷ নতুন প্রোমো সে কথাই বলছে ৷ টাইমলাইনে নতুন প্রোমো শেয়ারও করেছেন ঊষসী ৷ অনুরাগীরা উচ্ছ্বসিত জুন আন্টির সম্ভাব্য প্রত্যাবর্তনে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ছিল ‘কাকলি ফার্নিচার’, হল টাং ট্যুইস্টার, ‘দামে কম মানে ভাল’-তে আচ্ছন্ন জুন আন্টিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement