#PulwamaAttack পুলওয়ামা শহিদদের পাশে উরি সার্জিক্যাল স্ট্রাইক টিম, ১ কোটি টাকা দান

Last Updated:
#মুম্বই: দেশ কাঁদছে ৷ ৪০জন শহিদের মৃত্যু বৃথা যাবে না, বলছেন নেতারা ৷ আর সাধারণ মানুষ দাঁড়িয়েছেন শহিদদের পরিবারের পাশে ৷ দিকে দিকে শান্তির ডাকে মিছিল ৷ মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে তাঁদের যারা দেশের জন্য প্রাণ হারিয়েছেন ৷ আর এই সব শহিদদের পাশে দাঁড়াল উরি সার্জিক্যাল স্ট্রাইক টিম ৷ আর্মি ওয়েলফেয়ার ফান্ডে ১ কোটি টাকা দান করলেন তাঁরা ৷ বীর শহিদদের প্রতি এভাবেই শ্রদ্ধা জানিয়ে বার্তা দিলেন, যে তারাও পাশে আছেন ৷
পুলওয়ামায় জঙ্গি হানা নিয়ে বলিউড সরব হয়েছে ৷ জঙ্গি হানার তীব্র প্রতিবাদ করে শহিদদের পাশে থাকার কথা উল্লেখ করেছেন সলমন খান থেকে শুরু করে আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, শাবানা আজমি, অক্ষয় কুমার ৷ ইতিমধ্যেই প্রতি শহীদদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা দানের কথা ঘোষণা করেছেন অমিতাভ বচ্চন ৷
advertisement
advertisement
একইভাবে উরি সার্জিক্যাল স্ট্রাইকের টিমও পাশে দাঁড়াল ভারতীয় সেনা ৷ ছবির প্রযোজক রনি স্ক্রুওয়ালা আর্মি ওয়েলফেয়ার ফান্ডের জন্য দান করলেন ১ কোটি টাকা ৷ সাম্প্রতিক বলিউডের এই ছবিও উরিতে ঘটে যাওয়া জঙ্গি হানাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ৷ উরি হামলার পর, যে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনারা, তাই ছবির মূল গল্প ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
#PulwamaAttack পুলওয়ামা শহিদদের পাশে উরি সার্জিক্যাল স্ট্রাইক টিম, ১ কোটি টাকা দান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement