#PulwamaAttack পুলওয়ামা শহিদদের পাশে উরি সার্জিক্যাল স্ট্রাইক টিম, ১ কোটি টাকা দান
Last Updated:
#মুম্বই: দেশ কাঁদছে ৷ ৪০জন শহিদের মৃত্যু বৃথা যাবে না, বলছেন নেতারা ৷ আর সাধারণ মানুষ দাঁড়িয়েছেন শহিদদের পরিবারের পাশে ৷ দিকে দিকে শান্তির ডাকে মিছিল ৷ মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে তাঁদের যারা দেশের জন্য প্রাণ হারিয়েছেন ৷ আর এই সব শহিদদের পাশে দাঁড়াল উরি সার্জিক্যাল স্ট্রাইক টিম ৷ আর্মি ওয়েলফেয়ার ফান্ডে ১ কোটি টাকা দান করলেন তাঁরা ৷ বীর শহিদদের প্রতি এভাবেই শ্রদ্ধা জানিয়ে বার্তা দিলেন, যে তারাও পাশে আছেন ৷
পুলওয়ামায় জঙ্গি হানা নিয়ে বলিউড সরব হয়েছে ৷ জঙ্গি হানার তীব্র প্রতিবাদ করে শহিদদের পাশে থাকার কথা উল্লেখ করেছেন সলমন খান থেকে শুরু করে আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, শাবানা আজমি, অক্ষয় কুমার ৷ ইতিমধ্যেই প্রতি শহীদদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা দানের কথা ঘোষণা করেছেন অমিতাভ বচ্চন ৷
advertisement
advertisement
একইভাবে উরি সার্জিক্যাল স্ট্রাইকের টিমও পাশে দাঁড়াল ভারতীয় সেনা ৷ ছবির প্রযোজক রনি স্ক্রুওয়ালা আর্মি ওয়েলফেয়ার ফান্ডের জন্য দান করলেন ১ কোটি টাকা ৷ সাম্প্রতিক বলিউডের এই ছবিও উরিতে ঘটে যাওয়া জঙ্গি হানাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ৷ উরি হামলার পর, যে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনারা, তাই ছবির মূল গল্প ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2019 8:42 AM IST