Uorfi Javed: গায়ে নেই কোনও সুতো... উরফির শরীরজুড়ে খেলে বেড়াচ্ছে মাছেরা... অন্তর্বাস যেন অ্যাকোরিয়াম!

Last Updated:

Uorfi Javed: নিত্যনতুন আজব, অদ্ভুত, বিতর্কিত পোশাক পরে নজর কাড়াই উরফি জাভেদের ট্রেন্ড।

পোশাক নিয়ে নেহাত কম সমস্যায় পড়তে হয়নি উরফিকে। আইনি জটিলতাতেও পড়েছেন উরফি। পেয়েছেন একাধিক হুমকি।
পোশাক নিয়ে নেহাত কম সমস্যায় পড়তে হয়নি উরফিকে। আইনি জটিলতাতেও পড়েছেন উরফি। পেয়েছেন একাধিক হুমকি।
আপাতত কোনও সিনেমা, ওটিটি, টিভি- কোথাও সেভাবে তাঁকে দেখা যাচ্ছে না। তবু নজর কীভাবে কাড়তে হয় তা বোধহয় উরফির থেকে ভাল কেউ আর জানে না। তবে এবার তিনি যা করলেন, তা ছাড়িয়ে গিয়েছে নির্লজ্জতার সব সীমা।
তাঁর বক্ষযুগল আবৃত দুটো জলভরা প্লাস্টিক দিয়ে। সঙ্গে রয়েছে এক গাদা মাছ।  সেই মাছেরা আবার ঘুরেও বেড়াচ্ছে শরীরে কোনও অন্তর্বাস নেই। নিজের শরীরকে  অ্যাকরিয়াম বানিয়েছেন উরফি জাভেদ।
advertisement
সম্প্রতি আরও একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। শরীরের উর্ধ্বাংশে পোশাক বলতে কিছুই নেই৷ বুকের উপর যেন গাড়ির লাইন পড়েছে৷ সারি সারি গাড়ি দিয়ে লজ্জা নিবারণ করেছেন৷ আকাশি রঙের ট্রাউজার সঙ্গে টপ করে বাধা চুল, ফ্যাশনিস্তার নয়া ফ্যাশনে সকলেই আঁতকে উঠেছেন৷
advertisement
আর এভাবেই নিজের আয়ের উৎস খুঁজে নিয়েছেন উর্ফি জাভেদ৷ এই পোশাক পরে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি প্রচুর টাকা আয় করেন৷ তাই নিজেকে নতুনভাবে সাজাতে সর্বদা ব্যস্ত উর্ফি জাভেদ৷  উর্ফি জাভেদ মানে ফ্যাশন আইকন৷ তাঁর ফ্যাশন নিয়ে তো কথা বলার নেই৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফলছেন তাঁর ভক্তের সংখ্যা৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Uorfi Javed: গায়ে নেই কোনও সুতো... উরফির শরীরজুড়ে খেলে বেড়াচ্ছে মাছেরা... অন্তর্বাস যেন অ্যাকোরিয়াম!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement