মিশন ইম্পসিবেল 7 শ্যুটিং-এর ভিডিও ভাইরাল হল নেট দুনিয়ায়
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
পরিচালক ক্রিস্টোফার ম্যাকারি সোমবার মিশন ইম্পসিবল 7 শ্যুটিং-এর একটি ছবি শেয়ার করেন।
#মুম্বই: টম ক্রুজ, নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হলিউডের বিখ্যাত সব অ্যাকশন নির্ভর ফিল্ম। সম্প্রতি টম ক্রুজের (সম্ভবত) শ্যুটিং-এর একটি ভিডিও ভাইরাল হল ইন্টারনেটে।
খুব সম্প্রতি শুরু হয়েছে মিশন ইম্পসিবল 7-এর শ্যুটিং। যেখানে আগের মতই মুখ্য ভূমিকায় রয়েছেন টম ক্রুজ। এমনিতেই সিনেমার পর্দায় বিপদজ্জনক স্টান্ট নেওয়ার জন্য টম ক্রুজ যথেষ্ট বিখ্যাত। এই শ্যুটিং-এও সেইরকম দুঃসাহসিক কিছু দৃশ্য দেখা যাবে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি মোটরবাইকে চড়ে একটি উঁচু রাম্প থেকে ঝাঁপ দিচ্ছেন। ঝাঁপ দিয়ে সোজা নেমে আসছেন সিনেমার শ্যুটিং-এর সেটে। ভিডিওটিতে বাইক আরোহীর মুখ স্পষ্ট দেখা না গেলেও, অনেকেই মনে করছেন ব্যক্তিটি স্বয়ং টম ক্রুজ। ইন্টারনেটে ভিডিওটি আপলোড করা মাত্র দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
advertisement
Christopher McQuarrie and Tom Cruise are taking Mission: Impossible 7 to another level pic.twitter.com/eZaa5z8s5Y
— zach (@ZachMacieI) September 7, 2020
advertisement
ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন বাইক আরোহী উঁচু রাম্প থেকে ঝাঁপ দিচ্ছেন এবং তার প্যারাস্যুটটি খোলার পর তিনি ভাসমান অবস্থায় মাটিতে শ্যুটিং-এর সেটে নেমে আসছেন। ভিডিওটি তুলেছে নরওয়ের একটি মিডিয়া কম্পানী। নরওয়ের এনজিটিভির পক্ষ থেকে ভিডিওটি তোলা হয় ও পরে সেটি ট্যুইটারের মাধ্যমে নেট জগতে শেয়ার করেন জ্যাক ম্যাশেল।
advertisement
পরিচালক ক্রিস্টোফার ম্যাকারি সোমবার মিশন ইম্পসিবল 7 শ্যুটিং-এর একটি ছবি শেয়ার করেন। ছবিটি শ্যুটিং-এর প্রথম দিনের ছবি। ম্যাকারির ছবিটিতেও একজন ব্যক্তিকে উঁচু রাম্পের দেওয়ালে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে যার পেছনে রয়েছে বরফে ঢাকা পাহাড়ের চূড়া। ছবিটিতে থাকা ব্যক্তিটিকেও টম ক্রুজ বলেই অনুমান করা যায়।
এমআই7 ছাড়াও টম ক্রুজ তার পরবর্তী ছবিটির মুক্তির জন্য অপেক্ষা করছেন। তার পরবর্তী ছবিটি হল টপ গান সিক্যুয়েল, টপ গান: মাভেরিক।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2020 10:56 AM IST