Anupam Roy: জন্মদিনে বিরাট চমক! শ্রোতাদের রিটার্ন উপহার দিচ্ছেন অনুপম, জানলে চমকে যাবেন

Last Updated:

Anupam Roy: জন্মদিনে অনুরাগীদের জন্য এল অনুপম রায়ের নতুন গানের মিউজিক ভিডিও 'মিথ্যে স্বপ্ন'।

জন্মদিনে শ্রোতাদের জন্য অনুপমের উপহার 'মিথ্যে স্বপ্ন'
জন্মদিনে শ্রোতাদের জন্য অনুপমের উপহার 'মিথ্যে স্বপ্ন'
কলকাতা: জন্মদিনে অনুরাগীদের জন্য এল অনুপম রায়ের নতুন গানের মিউজিক ভিডিও ‘মিথ্যে স্বপ্ন’। নতুন এই মিউজিক ভিডিওতে অনুপমের সঙ্গে দেখা যাবে এই প্রজন্মের অভিনেত্রী অঙ্গনা রায়কে । ২৯ মার্চ বাংলা সঙ্গীত জগতের এই মুহূর্তের সব চেয়ে বড় তারকা অনুপম রায়ের জন্মদিন, তিনি একাধারে কণ্ঠ সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার, আর সঙ্গীতের ক্ষেত্রে তার এই ব্যাপ্তিতেই লক্ষ লক্ষ মানুষের মনে তিনি সব সময় উজ্জ্বল । এরকম এক সঙ্গীত তারকার জন্মদিনে অনুরাগীদের স্বভাবতই প্রত্যাশা থাকবেই অনুপমের নতুন গান প্রকাশ হওয়ার। আর এবার সেটাই সত্যি হতে চলেছে ইটস মাজা মিউজিক বাংলার জনপ্রিয় প্ল্যাটফর্মের হাত ধরে ।
জন্মদিনে নতুন গান আসছে সেটা যেমন ঠিক, অন্যদিকে অঙ্গনার জন্মদিনও আসন্ন । জন্মদিনের আগেই নতুন কাজ নিয়ে এক্সাইটেড অভিনেত্রী। মিউজিক ভিডিওটির পরিচালনা করেছেন রোহন কুমার পাল, ভিডিওর সৃজন পরিচালনা করেছেন আরও এক জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য ।
জন্মদিনে নতুন গান, কি বলছেন অনুপম রায়? জানালেন, “এই গানের সুর করেছেন রাজীব-মনা ও বুদ্ধা এম, গানটি লিখেছেন অসীমা দত্ত । আমার কাছে যখন এই গান প্রথম আসে, আমি গাইতে রাজি হই গানের সুর ও কথায় এক নতুনত্ব দেখে । একটা দারুণ ফ্রেশনেস আছে , আমি নতুন সুরকারদের সঙ্গে কাজ করতে সব সময় খুব আগ্রহী থাকি, বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের ক্ষেত্রে নতুন সুর স্রষ্টা দের সংযোজন সব সময় প্রসংশনীয়, সেই জায়গা থেকেই গানটি করা । সব মিলিয়ে এখন মিউজিক ভিডিওটি মুক্তির অপেক্ষায় সকলেই, আশা করি দর্শকদের ভাল লাগবে ।”
advertisement
advertisement
অন্যদিকে অঙ্গনা বলেন, “অনুপম রায়ের গান, নতুন মিউজিক ভিডিও সব মিলিয়ে আমি খুব এক্সাইটেড! এই নিয়ে দ্বিতীয় বার অনুপম দার গানের মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ পেলাম । পুরুষ কণ্ঠে গান, সাধারণত এই রকম মিউজিক ভিডিওতে অভিনেত্রীরা পারফর্ম করার সুযোগ কম পান, এই বিষয়টা আমার খুবই ইউনিক লেগেছে । রোহন সত্যিই একজন দক্ষ পরিচালক, মিউজিক ভিডিওর মধ্যে যে সল্প পরিসরে একটা সুন্দর গল্প ও তুলে ধরেছে সেটা আমার জন্য খুবই ভাল লাগার, প্রিয়াঙ্কা সৃজন পরিচালনার দায়িত্বে ছিলেন, ও আমার খুবই ভাল বন্ধু, ও যে ভাল অভিনেত্রী সকলেই সেটা জানেন, তবে এই মিউজিক ভিডিও দেখলে দর্শক এক নতুন প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে দেখতে পাবেন, যিনি সুযোগ্য পরিচালক । আমরা খুব মননশীল ভাবে গানের মধ্যেকার অনুভূতিটা ধরার চেষ্টা করেছি, দর্শক সব সময়ই অভিনেত্রী হিসেবে আমায় অনেক ভালবাসা দিয়েছেন, আশা করি এবারেও তার ব্যতিক্রম হবে না ।”
advertisement
আরও পড়ুন-ঘনিয়ে আসছে ভয়ঙ্কর বিপর্যয়…! ৮ রাজ্য কাঁপবে তুমুল ভারী ঝড়-বৃষ্টিতে! ধুলোঝড়ের তাণ্ডব, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
মিউজিক ভিডিওর সৃজন পরিচালক প্রিয়াঙ্কা ভট্টাচার্য ভিডিওর বিষয়ে জানালেন, “স্বপ্ন কী সত্যিই মিথ্যে? আর সেই স্বপ্ন যদি হয় ভালবাসার মানুষকে ঘিরে? হাজার মানুষের ভিড়েও তার উপস্থিতি যেন মনে এক আলাদা আনন্দ দেয়। এটাই হয়ত ভালবাসা। একাকীত্বের মধ্যেও তার উপস্থিতি যেন মন ভাল করে দেয়। মনের ভিতরের কথা যেন সবই শুনতে পায় সে। মাথায় বিলি কেটে যেন শরীরের সব ক্লান্তি সরিয়ে দেয় । শত বইয়ের মাঝখানে ঠিক বইটাই খুঁজেবার করে দেয়। স্বপ্ন মিথ্যে হলেও কী ভালবাসা কখনও মিথ্যে হতে পারে? নিশ্চিতভাবেই পারে না। ভালবাসার, অনুভূতির এই আঙ্গিকই আমরা মিউজিক ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি ।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anupam Roy: জন্মদিনে বিরাট চমক! শ্রোতাদের রিটার্ন উপহার দিচ্ছেন অনুপম, জানলে চমকে যাবেন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement