#কলকাতা: সুদীপ্তা চক্রবর্তী। বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ। 'বাহামণি' চরিত্রের জন্য মানুষ তাঁকে মনে রেখেছে সব থেকে বেশি। রনিতা দাস বাহার চরিত্রে অভিনয় বন্ধ করলে। সুদীপ্তাকে নেওয়া হয়েছিল। কয়েকদিনের মধ্যেই অসাধারণ কৌশলে তিনি রপ্ত করেছিলেন 'বাহামণি'র মতো করে কথা বলার স্টাইল। প্রশংসাও পেয়েছিলেন।
এরপরও তাঁকে বেশ কয়েকবার কাজ করতে দেখা যায়। সুদীপ্তা সোশ্যাল মিডিয়ায় সব সময় অ্যক্টিভ থাকেন। গোটা লকডাউনে তিনি কি করেছেন, তা পোস্ট করে জানিয়েছেন সকলকে। এবার আবার তিনি বাড়িতে 'হুলালা' গান চালিয়ে নাচলেন। সঙ্গে তাঁর পার্টনার। এই নাচ দেখে তাঁর ফ্যানেরা ফের প্রশংসা শুরু করেছেন। ইতিমধ্যেই কয়েক হাজার ভিউ ছাড়িয়েছে এই ভিডিও।
View this post on Instagramtiger dance #happy #dance #partner #love #couplegoals #zeebangla #instadaily #instagood #throwback
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dance, Instagram, Sudipta Chakraborty