পুজো মানেই ঘরে ফেরার টান, সেই থিমেই গান বেঁধে মাতালেন শিল্পী মেখ্লা

Last Updated:
#কলকাতা: পুজো মানেই ঘরে ফেরার টান৷ পুজো মানেই পরিবারের সঙ্গে একত্রিত হওয়া৷ সেই রীতি যেন চিরকালীন৷ এখনও পুজোর সময় পরিবারের কাছে ফিরে আসেন বাঙালি ছেলে মেয়েরা৷ এবছর যদিও একটু আলাদা ছিল৷ তবে তারপরও অনেকেই এখন ঘরমুখী৷ ফিরেছেন বাড়ি৷ কারণ পরিবারের সঙ্গে থেকে যে শান্তি পাওয়া যায়, তা যেন আর কোথাও মেলে না৷ এবার সেই থিমেই গান বাঁধলেন শিল্পী মেখ্লা৷ পুজোয়ে ঘরে ফেরার ডাক দিলেন তিনি! তাঁর আগমনী গানে মিলল বিপুল সাড়াও৷
মায়ের এই আগমন ধরে পড়েছে মিষ্টি এক পারিবারিক ভিডিওর মাধ্যমে৷ সাবেকি বাড়ির এই পুজোয়ে একে একে আসছেন আত্মীরা৷ বিভিন্ন প্রজন্ম মেতেছেন শ্রেষ্ঠ উৎসবে৷ সেখানে সকালে যেমন সকলে মিলে পুজোর কাজ, তেমনই বিকেলে বসছে জলসা৷ এভাবে যেন যুগের পর যুগ যে রীতি চলে আসছে, তাই তুলে ধরা হয়েছে৷ তবে এরমধ্যে যোগ হয়েছে মোবাইলের মেসেজও! তার সঙ্গে রয়েছে ছোট্ট ছোট্ট সব মুহূর্ত যা ধরা পড়ছে মোবাইল ক্যামেরায়৷ এটাই তো বাঙালির পুজো৷ মোটের ওপর এই ছবিই পুজোর সময় ধরা পড়ে ঘরে ঘরে৷
advertisement
এই ভিডিওতে মেখ্লা শুধু গায়িকা নন, পুরোদস্তুর নায়িকাও৷ তাঁর অভিনয় দক্ষতাও তারিফ যোগ্য৷ একই সঙ্গে অন্য সকলের কথা উল্লেখ করতে হয়৷ কারণ এরা কেউই পেশাদার অভিনেতা নন৷ সব মিলিয়ে পুজোর এই গান একেবারে সুপারহিট!
advertisement
advertisement
নতুন গানে তোমার আগমণীর গীতিকার ও কম্পোজার বিশ্বজিৎ দাশগুপ্ত৷ ভিডিওটির নির্দেশনায় পরিত্র জানা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পুজো মানেই ঘরে ফেরার টান, সেই থিমেই গান বেঁধে মাতালেন শিল্পী মেখ্লা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement