ফিনফিনে কালো শিফনে শরীরি হিল্লোল, গায়কের স্ত্রীর নাচে সোশ্যাল মিডিয়া উত্তাল

Last Updated:

গেন্দা ফুল গানে, স্বামী-স্ত্রীর যুগলবন্দী,কাঁপল সোশ্যাল মিডিয়া! ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল

#কলকাতা: অনীক ধরের গান তো শুনেছেন, কিন্তু জানতেন কী যে স্ত্রীও দারুণ নাচেন? এবার স্বামী-স্ত্রী যুগলবন্দিতে কাঁপল সোশ্যাল মিডিয়া৷ সম্প্রতি গেঁন্দা ফুল গানটি বেশ চর্চায়৷ গায়ক বাদশা এই গানটি গেয়েছেন তার মতো করে৷ সেখানে দেখা গিয়েছে জ্যাকলিনকে৷ যা নিয়ে বিতর্কও হয় অনেক৷ আর সেই বিতর্ক থেকেই যেন একধাক্কায় জনপ্রিয়তা অনেকটা বেড়েছে বাদশার গাওয়া গেন্দা ফুলের৷ এবার সেই গানটিতে নাচলেন গায়ক অনীক ধর ও তার স্ত্রী৷ যা এক কথায় অনবদ্য৷ গৃহবন্দিতে এভাবে সময় কাটাচ্ছেন তারা৷
অনীক লিখেছেন যে কোয়ারেন্টিন থাকার সময় এসবই মাথায় আসছে৷ তাই স্ত্রীকে নিয়েই এই পাগলামো চালালাম৷ আমি নিজে যদিও প্রথমে গেন্দা ফুল গানটি পছন্দ করিনি, কিন্তু ধীরেধীরে এর রসে ডুব দিলাম!
একেবারে পপস্টারের মতো তিনি গলায় নিয়েছেন এক ধরণের স্কার্ফ৷ তার স্ত্রীর পরনে ফিনফিনে শিফন৷ একেবারে দারুণ স্টাইলে মিঞা-বিবি নেচে মাত করলেন এই গানটির সঙ্গে৷ দেখুন...
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফিনফিনে কালো শিফনে শরীরি হিল্লোল, গায়কের স্ত্রীর নাচে সোশ্যাল মিডিয়া উত্তাল
Next Article
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE