শুটিং ফ্লোরে ‘রাসমণি’ দিতিপ্রিয়ার গালে চড় কষাল সহ অভিনেত্রী সম্পূর্ণা !

Last Updated:
#কলকাতা: এই তো কিছুদিন আগে মাধ্যমিক পাশ করে পাঠভবনে ভর্তি হয়েছে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ৷ যদিও এই বয়সেই অভিনয়ের জোরে সবার মন দখল করে রানি হয়ে গিয়েছে এই অভিনেত্রী ৷
এই বয়সেই নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছে দিতিপ্রিয়া ৷ ধারাবাহিক ‘করণাময়ী রানি রাসমণি’র প্রধান চরিত্রে অভিনয় করছে দিতিপ্রিয়া ৷ ধারাবাহিকে এই মুহূর্তে দিতিপ্রিয়া রানি রাসমণির মাঝবয়সের চরিত্রটিতে অভিনয় করছেন ৷ এবং ধারাবাহিকের গল্প অনুযায়ী কিছুদিন আগেই রানি রাসমণির তৃতীয় কন্যা করণাময়ী মারা গিয়েছেন ৷ যিনি মথুরমোহনের স্ত্রী ছিলেন ৷ এরপরই মথুরের সঙ্গে রানি বিয়ে দেবেন তাঁর কনিষ্ঠ কন্যা জগদম্বার সঙ্গে ৷
advertisement
আর সেই জগদম্বার চরিত্রে অভিনয় করছে সম্পূর্ণা ৷ সম্পূর্ণাকে এর ‘গোয়েন্দা গিন্নি’ এবং ‘কালী কলকাত্তাওয়ালি’ ধারাবাহিকেও দেখা গিয়েছে ৷ দিতিপ্রিয়া এবং ধারাবাহিকে তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রীদের মধ্যে বয়সের পার্থক্য বেশ কম ৷ আর সেই কারণে শুটিং ফ্লোরে বেশ মজা করেই কাজ করে তারা ৷ হাসি-ঠাট্টায় মেতে ওঠে অভিনেতা-অভিনেত্রীরা ৷ আর মাঝে মধ্যেই সেই ঝলক দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ৷ কিছুদিন আগে সম্পূর্ণা একটি ‘টিকটক’ভিডিও পোস্ট করেছে ৷ যেখানে সম্পূর্ণার সঙ্গে দিতিপ্রিয়াকেও দেখা গিয়েছে ৷ আর সেখানেই মজার একটি ভিডিও তৈরি করেছে এই দুই অভিনেত্রী ৷ আর সেই ভিডিও’র প্রয়োজন অনুযায়ী এক জায়গায় দিতিপ্রিয়ার গালে চড় কষাতে দেখা যায় সম্পূর্ণা ৷ তবে গোটাটাই অভিনয়, এবং হয়েছে মজাচ্ছলেই ৷
advertisement
advertisement

Jackyyy..Rosyyy #makeuproomdiaries

A post shared by Sampurnaa (@sampurnaa_official) on

advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শুটিং ফ্লোরে ‘রাসমণি’ দিতিপ্রিয়ার গালে চড় কষাল সহ অভিনেত্রী সম্পূর্ণা !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement