সমুদ্রকে সাক্ষী রেখে একে অপরের সঙ্গে মিশে গেলেন সৃজিত-মিথিলা

Last Updated:
#কলকাতা: সদ্যই সাত পাকে বাঁধা পড়েছেন সৃজিত মুখোপাধ্যায় ও রসিদ মিথিলা ৷ ঘরোয়া বিয়ের পর ফেব্রুয়ারির শেষ দিকে কলকাতায় ছিল রিসেপশন পর্ব ৷ তারপরেই ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর শ্যুটিং শেষ করতে আফ্রিকায় উড়ে গিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায় ৷
অন্যদিকে, মিথিলাও ঢাকায় ফিরে গিয়েছিলেন নিজের কাজে ৷ কিন্তু এর মাঝেই বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে করোনা । করোনার কবলে পড়ে নবদম্পতি এখন দুই আলাদা দেশে। যাতায়াতের সমস্ত রাস্তা বন্ধ । ভারতে এখন লকডাউন চলছে । ফলে এই ঘরবন্দি সময়ে এখন একে অপরকে চোখে হারাচ্ছেন দু'জন ৷ তাই কলকাতা আর ঢাকার দূরত্ব যতই হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ছুঁয়েই রয়েছেন সৃজিত-মিথিলা ৷
advertisement
কখনও শাশুড়ির অনুরোধে রবীন্দ্রজয়ন্তীতে নাচ, কখনও মেয়ে আইরাকে নিয়ে ভিডিও কল, কখনও সৃজিতের লেখা গান গাওয়া, কখনও বা কবিতার ছত্রে ছত্রে স্বামীকে মিস করছেন নববধূ । এবার পোস্ট করলেন সমুদ্রের পাড়ে দু’জনের হারিয়ে যাওয়ার ছবি । যখন আকাশ আর সমুদ্রকে সাক্ষী রেখে মিশে গিয়েছিলেন একে অপরের সঙ্গে । লিখলেন জীবনানন্দ দাশের কবিতা
advertisement
advertisement
‘‘স্বপ্ন— শুধু স্বপ্ন জন্ম লয়
যাদের অন্তরে,
পরস্পরে যারা হাত ধরে
নিরালা ঢেউয়ের পাশে-পাশে—
গোধূলির অস্পষ্ট আকাশে
যাহাদের আকাঙ্ক্ষার জন্ম— মৃত্যু— সব—
পৃথিবীর দিন আর রাত্রির রব
শোনে না তাহারা;
... তাদের অন্তরে
স্বপ্ন, শুধু স্বপ্ন জন্ম লয়’’
সকল সময় …
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
সমুদ্রকে সাক্ষী রেখে একে অপরের সঙ্গে মিশে গেলেন সৃজিত-মিথিলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement