পুত্র সন্তানের জন্ম দিলেন কোয়েল ! ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন মিমি চক্রবর্তী

Last Updated:

তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীও ভুললেন না কোয়েলকে শুভেচ্ছা জানাতে।

#কলকাতা: করোনা মানুষের জীবনকে বিষাক্ত করে তুলেছে। চারিদিকে শুধুই আতঙ্ক আর মৃত্যু মিছিল। কিন্তু তার মধ্যেও জীবন কিন্তু চলছে। ছন্দপতন অবশ্যই হয়েছে। কিন্তু থেমে যায়নি। মন খারাপের মধ্যেও দমকা হাওয়ার মতো উড়ে আসে খুশির খবর। টলিউডে আজ খুশির খবর শুনিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। আজ, মঙ্গলবার ভোর পাঁচটায় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। কোয়েল মা হতে চলেছেন, সে কথা নিজেই জানিয়েছিলেন তাঁর ভক্তদের। এদিন মা হওয়ার খবর শুনিয়ে তিনি সকলের মুখে হাসি ফুটিয়েছেন।
advertisement
টলিউডের সকলেই তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীও ভুললেন না কোয়েলকে শুভেচ্ছা জানাতে। তিনি তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন কোয়েলকে। নিসপাল রানে, কোয়েল ও তাঁর সন্তানের একটি ছবি শেয়ার করে মিমি লিখেছেন, " ছোট্ট সোনাকে আমার তরফ থেকে অনেক আদর আর ভালবাসা।" মিমি ও কোয়েল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। দু'জনের মধ্যে একটা মিষ্টি বন্ধুত্বের সম্পর্কও রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পুত্র সন্তানের জন্ম দিলেন কোয়েল ! ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন মিমি চক্রবর্তী
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement