পুত্র সন্তানের জন্ম দিলেন কোয়েল ! ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন মিমি চক্রবর্তী
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীও ভুললেন না কোয়েলকে শুভেচ্ছা জানাতে।
#কলকাতা: করোনা মানুষের জীবনকে বিষাক্ত করে তুলেছে। চারিদিকে শুধুই আতঙ্ক আর মৃত্যু মিছিল। কিন্তু তার মধ্যেও জীবন কিন্তু চলছে। ছন্দপতন অবশ্যই হয়েছে। কিন্তু থেমে যায়নি। মন খারাপের মধ্যেও দমকা হাওয়ার মতো উড়ে আসে খুশির খবর। টলিউডে আজ খুশির খবর শুনিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। আজ, মঙ্গলবার ভোর পাঁচটায় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। কোয়েল মা হতে চলেছেন, সে কথা নিজেই জানিয়েছিলেন তাঁর ভক্তদের। এদিন মা হওয়ার খবর শুনিয়ে তিনি সকলের মুখে হাসি ফুটিয়েছেন।
Congratulations @YourKoel @nispalsingh nd love nd kisses to the little one https://t.co/34ebiDhwri
— Mimssi (@mimichakraborty) May 5, 2020
advertisement
টলিউডের সকলেই তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীও ভুললেন না কোয়েলকে শুভেচ্ছা জানাতে। তিনি তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন কোয়েলকে। নিসপাল রানে, কোয়েল ও তাঁর সন্তানের একটি ছবি শেয়ার করে মিমি লিখেছেন, " ছোট্ট সোনাকে আমার তরফ থেকে অনেক আদর আর ভালবাসা।" মিমি ও কোয়েল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। দু'জনের মধ্যে একটা মিষ্টি বন্ধুত্বের সম্পর্কও রয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2020 3:43 PM IST

