#কলকাতা: হলিউড পাড়ি দিচ্ছে বাংলায়! খবর, হলিউডের নামী পরিচালক জ্যাক শোল্ডার তাঁর আগামী ছবির শুটিং করতে আসছেন কলকাতায়। শুটিং হবে খিদিরপুরে। ছবির নাম স্লামগার্ল মিলিয়োনিয়ার। একসময়ে খিদিরপুরের বাসিন্দা জিলান হাসলাম-এর জীবনকে কেন্দ্র করে গড়িয়েছে ছবির চিত্রনাট্য। হাসলামের ভূমিকায় বিখ্যাত হললিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি কিংবা কেট উইন্সলেট অভিনয় করতে পারেন। শোনা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই তাঁরা হয়তো শুটিংয়ের জন্য কলকাতায় আসবেন।
নির্ভরযোগ্য সূত্রের খবর ভোটের পরেই পরিচালক জ্যাক শোল্ডার এবং জিলান হাসলাম খিদিরপুরের বস্তিতে লোকেশন দেখতে আসছেন। হাসলামের জন্ম এই বস্তিতেই। চিত্রনাট্যের পরতে পরতে ফুটে উঠেছে কীভাবে একটি বস্তি থেকে উঠে বিদেশে গিয়ে বিখ্যাত লেখিকা হলেন হাসলান, তাঁর জীবনের নানা উড়ান পতনের কাহিনি। কলকাতা ও লন্ডনে ছবির শুটিং হবে। এই শহরে এত বড় মানের ছবির শুটিং সাম্প্রতিককালে হয়নি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Angelina Jolie, Jack sholder, Jack sholder to shoot bengali movie, Kate winslet