‘ধর্মযুদ্ধ’ লেগেছে চারিদেকে, গর্ভবতী মায়েরও রেহাই নেই! ট্রেলরে চমকে দিলেন পরিচালক রাজ
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
#কলকাতা: পরিণীতার পরে আবারও একেবারে অন্য ঘরানার ছবি দর্শকদের উপহার দেবেন পরিচালক রাজ চক্রবর্তী। ছবির নাম 'ধর্মযুদ্ধ'। শুক্রবার শহরের এক রেস্তোরাঁয় এই ছবির ট্রেলর প্রথমবারের জন্য সবার সামনে নিয়ে এলেন রাজ। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন এই ছবির অভিনেতারা। রাজ, শুভশ্রী ছাড়াও হাজির ছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত এবং পার্ণো মিত্র। সোহম এবং ঋত্বিক এই ছবির খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে থাকলেও ব্যস্ততার কারণে এদিন পাওয়া যায়নি তাঁদের। আগামী মাসের ২০ তারিখ মুক্তি পাবে ‘ধর্মযুদ্ধ’।
ছবিতে গর্ভবতী মুন্নির চরিত্রে অভিনয় করছেন খোদ পরিচালক ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ শাবানার চরিত্রে দেখা যাবে পার্ণো মিত্রকে ৷ স্বাতিলেখা থাকছেন মায়ের চরিত্রে ৷ ছবিতে এই চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ ৷
দেখুন সেই ছবির ট্রেলর-
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2020 11:37 AM IST