#কলকাতা: ২০২০ থেকে ধুকছে বিনোদন জগত৷ অধিকাংশ কাজ বন্ধ হয়েছে বা খুবই ধীর গতিতে চলছে৷ ধারাবাহিকের কাজ চলছে ঠিকই, কিন্তু সেখানেও কড়া নিয়ম৷ ফলে অনেক চরিত্রের প্রয়োজন ফুরিয়েছে৷ অনেক কলাকুশলীর কাজ পাচ্ছেন না, অনেকের কাজ চলে গিয়েছে৷ ফলে রোজগার বন্ধ৷ কবে আবার কাজ পাবেন, তার আশাও নেই৷ ছবি তৈরি হচ্ছে, কিন্তু হাতে গোনা৷ সিনেমা হল বন্ধ৷ তাই ছবি মুক্তিও বন্ধ৷ এই পরিস্থিতিতে শিল্পীদের মন ভাল নেই৷ যারা সাধারণ মানুষের মনোরঞ্জন করেন, তাদের মনের খোঁজ কেউ রাখেন না৷ এই নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়৷ ফেসবুকে একটি পোস্টে নিজের এবং সহঅভিনেতাদের দুর্দশার কথা তুলে ধরেছেন তিনি৷
অধিকাংশ ছবিতে তাঁকে খলচরিত্রেই দেখা যায়৷ আপাতত শ্যুটিং বন্ধ৷ তাই অনেকের মতো সুমিতবাবুরও কাজ বন্ধ৷ তবে শুধুমাত্র নিজের কথা বলেননি তিনি৷ সামগ্রিকভাবে শিল্পীদের দৈনদশার কথা উঠে এসেছে অভিনেতার পোস্ট৷ শুধু যে উপার্যন নেই, তা নয়৷ সঙ্গে রয়েছে আরও অনেক বাধ্য বাধকতায়৷ তাঁর লেখা পড়লেই বুঝবেন৷ তবে বারবার যে কথাটার উপর অভিনেতা জোর দিয়েছেন তা হল, খারাপ সময় শিল্পীরা সাধারণ মানুষের মুখে হাসি ফোটায় অভিনয়ের মাধ্যমে, কিন্তু শিল্পীদের দুঃখের সময় তাদের কথা কেউ ভাবেন না৷ তাই তো এই অসময় এই সব শিল্পীদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন সুমিত গঙ্গোপাধ্যায়৷
কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কেউ জানে না৷ করোনার দ্বিতীয় ঢেউ তছনছ করেছে বহু সংসার৷ প্রিয়জনকে হারিয়েছে অনেকে৷ সঙ্গে হারিয়েছে আয়ের পথ৷ এরপর চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ৷ ফলে আতঙ্ক গ্রাস করেছে মানুষকে৷ এই অবস্থায় একে অপরের পাশে থেকেই একমাত্র ভরসা জোগাতে পারে৷ এই বিশ্বাসটুকু থাকা অত্যন্ত জরুরি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Facebook Post, Sumit Ganguly