'মুখে কেউ কিছু বলছি না, কিন্তু আর কতদিন টানতে পারব জানি না,' অভিনেতা সুমিতের অসহায় পোস্ট

Last Updated:

অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়ের (Actor Sumit Ganguly) ফেসবুক পোস্টে ধরা পড়েছে তীব্র বেদনা৷

#কলকাতা: ২০২০ থেকে ধুকছে বিনোদন জগত৷ অধিকাংশ কাজ বন্ধ হয়েছে বা খুবই ধীর গতিতে চলছে৷ ধারাবাহিকের কাজ চলছে ঠিকই, কিন্তু সেখানেও কড়া নিয়ম৷ ফলে অনেক চরিত্রের প্রয়োজন ফুরিয়েছে৷ অনেক কলাকুশলীর কাজ পাচ্ছেন না, অনেকের কাজ চলে গিয়েছে৷ ফলে রোজগার বন্ধ৷ কবে আবার কাজ পাবেন, তার আশাও নেই৷ ছবি তৈরি হচ্ছে, কিন্তু হাতে গোনা৷ সিনেমা হল বন্ধ৷ তাই ছবি মুক্তিও বন্ধ৷ এই পরিস্থিতিতে শিল্পীদের মন ভাল নেই৷ যারা সাধারণ মানুষের মনোরঞ্জন করেন, তাদের মনের খোঁজ কেউ রাখেন না৷ এই নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়৷ ফেসবুকে একটি পোস্টে নিজের এবং সহঅভিনেতাদের দুর্দশার কথা তুলে ধরেছেন তিনি৷
অধিকাংশ ছবিতে তাঁকে খলচরিত্রেই দেখা যায়৷ আপাতত শ্যুটিং বন্ধ৷ তাই অনেকের মতো সুমিতবাবুরও কাজ বন্ধ৷ তবে শুধুমাত্র নিজের কথা বলেননি তিনি৷ সামগ্রিকভাবে শিল্পীদের দৈনদশার কথা উঠে এসেছে অভিনেতার পোস্ট৷ শুধু যে উপার্যন নেই, তা নয়৷ সঙ্গে রয়েছে আরও অনেক বাধ্য বাধকতায়৷ তাঁর লেখা পড়লেই বুঝবেন৷ তবে বারবার যে কথাটার উপর অভিনেতা জোর দিয়েছেন তা হল, খারাপ সময় শিল্পীরা সাধারণ মানুষের মুখে হাসি ফোটায় অভিনয়ের মাধ্যমে, কিন্তু শিল্পীদের দুঃখের সময় তাদের কথা কেউ ভাবেন না৷ তাই তো এই অসময় এই সব শিল্পীদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন সুমিত গঙ্গোপাধ্যায়৷
advertisement
advertisement
কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কেউ জানে না৷ করোনার দ্বিতীয় ঢেউ তছনছ করেছে বহু সংসার৷ প্রিয়জনকে হারিয়েছে অনেকে৷ সঙ্গে হারিয়েছে আয়ের পথ৷ এরপর চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ৷ ফলে আতঙ্ক গ্রাস করেছে মানুষকে৷ এই অবস্থায় একে অপরের পাশে থেকেই একমাত্র ভরসা জোগাতে পারে৷ এই বিশ্বাসটুকু থাকা অত্যন্ত জরুরি৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
'মুখে কেউ কিছু বলছি না, কিন্তু আর কতদিন টানতে পারব জানি না,' অভিনেতা সুমিতের অসহায় পোস্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement