• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ফের বলিউডের ডাক! এবার সুজয় ঘোষের থ্রিলারে মিউজিক করছেন অনুপম

ফের বলিউডের ডাক! এবার সুজয় ঘোষের থ্রিলারে মিউজিক করছেন অনুপম

Photo Source: Collected

Photo Source: Collected

 • Share this:

  #কলকাতা: সুজিত সরকারের 'পিকু' দিয়ে বলিউডে পা রেখেছিলেন বঙ্গবয় অনুপম রায়! দীপিকা- ইরফান-অমিতাভ-এর মতো তুখড়, তাবড় অভিনেতাদের মধ্যেও ছবিতে তাঁর গান একটা ভিন্ন সত্ত্বা তৈরি করেছিল!

  অনুপমের জয়যাত্রা অব্যাহতই থেকেছে! ফের ডাক পেলেন বলিটাউন থেকে। জানা গেল, সুজয় ঘোষের পরবর্তী থ্রিলার ‘বদলা’র মিউজিক করছেন অনুপম। সুজিতের সঙ্গে ‘পিকু’ এবং ‘অক্টোবর’-এ কাজ করলেও সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে সুজয়ের সঙ্গে এটাই অনুপমের প্রথম প্রজেক্ট । তবে, এর আগে অবশ্য সুজয়ের শর্ট ফিল্ম ‘অহল্যা’র চিত্রনাট্য লিখেছিলেন অনুপম।

  স্প্যানিশ থ্রিলার ‘কনট্রাটিয়েম্পো’ অবলম্বনে ‘বদলা’-র স্ক্রিপ্ট লিখেছেন সুজয়। বলা বাহুল্য, কাস্টিং-এ চাঁদের হাট! রয়েছেন অমিতাভ বচ্চন, তাপসী পান্নু। তাপসীর স্বামীর চরিত্রে দেখা মিলবে শাহরুখ খানের। থাকছেন আলি ফজল, কৌশিক সেন-ও।

  আরও পড়ুন-শীতের ফ্যাশন থেকে সানগ্লাসের ব্যবহার... টিপস দিলেন অগ্নিমিত্রা পল

  First published: