Viral Video: আনন্দে হাত-পা ছুড়ে নাচছেন নুসরত, দুরন্ত গতিতে ভিডিও ভাইরাল

Last Updated:

ভিডিওটি দেখে ভক্তরা দারুণ খুশি৷

#ঢাকা: তিনি অত্যন্ত জনপ্রিয় নায়িকা৷ বাংলাদেশের কাজের পাশাপাশি তিনি কাজ করেছেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷ সুপারস্টার জিতের বিপরীতে তাঁর ছবি বস ২ দারুণ হিট৷ এবার সেই নুসরত নাচছেন হাত-পা ছুড়ে এবং গানের তালে তালে৷ যা দেখে তাঁর ভক্তরা খুব খুশি হয়েছে৷ তাই তো মুহূর্তে ভাইরাল হয়েছে নুসরতের  (Nusraat Faria) নাচের ভিডিও (viral video)৷
এই হিপহপ নাচটি একেবারে প্রশিক্ষণ ছাড়াই নেচেছেন নুসরত ফারিয়া৷ তাই তো সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করতে গিয়ে তিনি লিখেছেন, হঠাৎ করেই এই নাচ৷ BTV আনন্দমেলার রিহার্সালের আগে এমনই মনের আনন্দে এই নাচ৷ অর্থাৎ নিজের পেশাগত কাজ শুরুর আগে কিছুটা যেন মন ভাল করে নিচ্ছেন বাংলাদেশের এই বিখ্যাত অভিনেত্রী নুসরত৷ নাচে তিনি ভালবাসেন, যা তাঁর অভিব্যক্তি থেকেই স্পষ্ট৷
advertisement
এর আগেও তিনি বেশ কিছু নাচের ভিডিও পোস্ট করেছেন৷ তাঁর পোস্ট করা ভিডিওতে রয়েছে বেশ কিছু শরীরচর্চা ভিডিও৷ ফিটনেস নিয়ে সব সময়ই সচেতন নুসরত ৷ সকালে উঠে তাই রোজ দিনের শুরু করেন এক্সারসাইজের মধ্যে দিয়েই৷ তাই তো জিমে গিয়ে এক্সারসাইজ হোক বা গানের তালে তালে নাচ, শরীরের মেদ ঝড়াতে সব কিছুই করে থাকেন তিনি৷
advertisement
advertisement
advertisement
ব্যস্ত নায়িকা নুসরত, এরই মধ্যে সেরে ফেলেছেন তাঁর বাগদান৷ নিজের প্রেমিক ও হবু বরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সামনে এনেছেন নুসরত৷ রনি রিয়াদ রশিদের সঙ্গে সিনেমা জগতে পা রাখার আগেই আলাপ নুসরতের৷ অস্ট্রেলিয়ায় এক টেলিফোন নেটওয়ার্ক সংস্থায় চাকরি করেন রনি ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: আনন্দে হাত-পা ছুড়ে নাচছেন নুসরত, দুরন্ত গতিতে ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement