Saswata Chatterjee in Siliguri : সিকিম পাড়ি শাশ্বতর, নতুন ছবির শ্যুটের আগে শিলিগুড়িতে 'আবার প্রলয়' ডাকলেন নায়ক
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Saswata Chatterjee in Siliguri : নতুন ছবির শ্যুটিংয়ে সিকিমে পাড়ি দিলেন শাশ্বত। তার মাঝে এদিন শিলিগুড়িতে সাংবাদিকদের সঙ্গে কিছুটা সময় কাটান। সাধারণের ইচ্ছাপূরণের জন্য সেলফিও তোলেন তারকা।
শিলিগুড়ি: বুধবার সিকিম পৌঁছলেন বাংলার অন্যতম দক্ষ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। সিকিমের দিকে রওনা হওয়ার আগে শিলিগুড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তিনি। নিজের পেশা সম্পর্কে কথা বলতে গিয়ে ভক্তদের জয়জয়কার করলেন অভিনেতা। শাশ্বতর কথায়, ”আমরা যারা অভিনেতা, অভিনেত্রী রয়েছি, তারা শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই অভিনয় করি না। প্রচুর মানুষের ভালবাসা পাচ্ছি, এটাও দরকার।”
প্রসঙ্গত, ওটিটি প্লাটফর্মে রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজ মুক্তি পাওয়ার পর শ্বাশ্বতর চট্টোপাধ্যায়ের সংলাপ এখন বাংলার মানুষের মুখে মুখে। ইতিমধ্যে বিগত কয়েকদিনে কয়েক লক্ষ মানুষ এই ওয়েব সিরিজ দেখেছেন। শাশ্বতর চরিত্রে সকলেই মুগ্ধ। বলা বাহুল্য যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে পর্দার অনিমেষ দত্ত।
advertisement
‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে শাশ্বত চট্টোপাধ্যায় স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রের নাম ছিল অনিমেষ দত্ত। একদিকে যেমন সকলকে মন্ত্রমুগ্ধ করেছে, অপরদিকে তার বাচনভঙ্গী এবং অভিনয় আট থেকে আশি সকলের নজর কেড়েছে।
advertisement
আরও পড়ুন: জিতুর সঙ্গে থাকি না অনেক মাস, তাহলে এখন নতুন বন্ধু হলে তা ‘পরকীয়া’ কেন হবে? বিস্ফোরক নবনীতা
সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলছে অভিনেতার ওই চরিত্রের সংলাপগুলি। এবার নতুন ছবির শ্যুটিংয়ে সিকিমে পাড়ি দিলেন তিনি। তার মাঝে এদিন শিলিগুড়িতে সাংবাদিকদের সঙ্গে কিছুটা সময় কাটান। সাধারণের ইচ্ছাপূরণের জন্য সেলফিও তোলেন তারকা। শাশ্বত বলেন, ”আমরা সব সময় এমন চরিত্র করতে চাই যেটা মানুষের ভাললাগে। টাকার দিয়ে সবকিছু পাওয়া যায় না। মানুষের ভালবাসাটা পাচ্ছি, ওটাই আসল।”
advertisement
অনির্বাণ রায়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2023 6:38 PM IST