রাহুল প্রিয়াঙ্কা এখন একসঙ্গে মুসৌরিতে ! দিব্য হাসিমুখে লাঞ্চ করছেন!

Last Updated:

রাহুল প্রিয়াঙ্কা এখন একসঙ্গে মুসৌরিতে ! দিব্য হাসিমুখে লাঞ্চ করছেন!

#কলকাতা: গত কয়েকদিন ধরে খবরে টলিউডের সেই দুই জুটি, যাঁরা একদিন বলেছিলেন, 'চির দিনই তুমি যে আমার'! কিন্তু এবার ভালবাসার জন্য নয়! একে অপরের প্রতি একরাশ অভিযোগ, ঘৃণা নিয়ে প্রকাশ্যে এলেন রাহুল প্রিয়াঙ্কা! শুরু হল কাদা ছোড়াছুড়ি!
কিন্তু, এ কী? এই তো দু'জনে দু'জনের মুখ দেখেছিলেন না! তা হলে এখন মুসৌরিতে কী করছেন রাহুল, প্রিয়াঙ্কা? কী সুন্দর প্রকৃতির কোলে বসে লাঞ্চ খাচ্ছেন! মুখেও বেশ মিষ্টি হাসি! তা হলে কী সমস্ত সমস্যা মিটে গেল? আবার তারা 'চিরদিনই তুমি যে আমার'-এর প্রতিজ্ঞা নিলেন?
ইসস! সত্যি যদি এমনটা হত! এমনকী ফেসবুকে পোস্ট করা অরিন্দম শীলের ছবিটা দেখে অনেকেই তেমনটা আশা করেছিলেন! কিন্তু নাহ! ফাটল ফাটলই রয়েছে! অরিন্দমের আগামী ছবি ‘ব্যোমকেশ গোত্র’র শুটিংয়ের জন্য মুসৌরিতে রয়েছেন রাহুল-প্রিয়ঙ্কা। পরিচালক আশা করছেন, কাজের ক্ষেত্রে দু’জনেই যাতে প্রফেশনালিজম বজায় রাখেন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত পরিচালককে নিরাশ করেননি রাহুল প্রিয়াঙ্কা!
advertisement
advertisement
Arindam Sil/ Facebook Arindam Sil/ Facebook
বিগত দু'বছর থেকেই বনিবনা হচ্ছিল না রাহুল প্রিয়াঙ্কার! ভেবেছিলেন, বিবাহ বিচ্ছেদের কথাও! কিন্তু প্রিয়ঙ্কার অভিযোগ, পারস্পরিক সমঝোতায় আলাদা থাকার সময় রাহুল তাঁদের ছেলে সহজের কোনও দায়িত্বই নেননি। ফলে ছেলের ভবিষ্যতের কথা ভেবে, মোটা টাকা দাবি করে আদালতে বিবাহ-বিচ্ছেদের মামলা দায়ের করেছেন নায়িকা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাহুল প্রিয়াঙ্কা এখন একসঙ্গে মুসৌরিতে ! দিব্য হাসিমুখে লাঞ্চ করছেন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement