TikTok Star Death: মাত্র ১০ বছরে শেষ ফুটফুটে প্রাণ, মৃত্যুর কোলে ঢলে পড়ল জনপ্রিয় টিকটক তারকা, শোকে হাহাকার পরিবারে

Last Updated:

TikTok Star Death: আবার একটা খারাপ খবর৷ অকালে প্রয়াত জনপ্রিয় টিকটক তারকা বেলা থমসন৷ যিনি Bella Brave নামেও পরিচিত ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ১০ বছর৷

মৃত্যুর কোলে ঢলে পড়ল জনপ্রিয় টিকটক তারকা
মৃত্যুর কোলে ঢলে পড়ল জনপ্রিয় টিকটক তারকা
আবার একটা খারাপ খবর৷ অকালে প্রয়াত জনপ্রিয় টিকটক তারকা বেলা থমসন৷ যিনি Bella Brave নামেও পরিচিত ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ১০ বছর৷ তাঁর মৃত্যুর খবর মা কাইলা থমসনের জানিয়েছেন।
বেলা থমসন ১৪ জুলাই বিকেল ৪.১৯ -এ সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে৷ তাঁর মৃত্যুর খবর জানিয়ে মা কাইলা সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন। পোস্টে লিখেছেন- ‘ আমাদের সাহসী মেয়েটি সোনার রাস্তায় নাচ করার পরম্পরা পৃথিবীতে রেখে গেল৷ বেলা আমাদের কোলের মধ্যে শান্তিতে চলে গেল।’
advertisement
advertisement
২০১৩ সালে জন্ম হয় বেলার। জন্মের পর থেকেই একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগতে হয়েছে তাকে৷ দুর্বল জিনের সমস্যা শুরু থেকেই ছিল তার৷ বেলা থমসনের তিনটি বিরল রোগ ছিল, বামনতা, গুরুতর ইমিউনোডেফিসিয়েন্সি এবং হির্সস্প্রুং রোগ, যা অন্ত্রকে প্রভাবিত করে। ১০ বছর বয়সী বেলার ফুসফুসে ভাইরাল সংক্রমণ হয়েছিল৷ তারপর কোমায় চলে যায়৷ তারপর আর শেষরক্ষা করা গেল না৷
advertisement
২০২১ সাল থেকে টিকটকে তারকা হিসেবে খ্যাতি পায় বেলা৷ অনুরাগীরা তাঁর ভিডিও পছন্দ করতে শুরু করে৷ তাদের অ্যাকাউন্টে এখন সাত মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সকলে৷ বেলার অকাল মৃত্যুতে অনুরাগীরা শোকপ্রকাশ করেছেন৷ সকলেই তাঁর আত্মার দ্রুত সুস্থতা কামনা করেছেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
TikTok Star Death: মাত্র ১০ বছরে শেষ ফুটফুটে প্রাণ, মৃত্যুর কোলে ঢলে পড়ল জনপ্রিয় টিকটক তারকা, শোকে হাহাকার পরিবারে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement