TikTok Star Death: মাত্র ১০ বছরে শেষ ফুটফুটে প্রাণ, মৃত্যুর কোলে ঢলে পড়ল জনপ্রিয় টিকটক তারকা, শোকে হাহাকার পরিবারে

Last Updated:

TikTok Star Death: আবার একটা খারাপ খবর৷ অকালে প্রয়াত জনপ্রিয় টিকটক তারকা বেলা থমসন৷ যিনি Bella Brave নামেও পরিচিত ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ১০ বছর৷

মৃত্যুর কোলে ঢলে পড়ল জনপ্রিয় টিকটক তারকা
মৃত্যুর কোলে ঢলে পড়ল জনপ্রিয় টিকটক তারকা
আবার একটা খারাপ খবর৷ অকালে প্রয়াত জনপ্রিয় টিকটক তারকা বেলা থমসন৷ যিনি Bella Brave নামেও পরিচিত ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ১০ বছর৷ তাঁর মৃত্যুর খবর মা কাইলা থমসনের জানিয়েছেন।
বেলা থমসন ১৪ জুলাই বিকেল ৪.১৯ -এ সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে৷ তাঁর মৃত্যুর খবর জানিয়ে মা কাইলা সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন। পোস্টে লিখেছেন- ‘ আমাদের সাহসী মেয়েটি সোনার রাস্তায় নাচ করার পরম্পরা পৃথিবীতে রেখে গেল৷ বেলা আমাদের কোলের মধ্যে শান্তিতে চলে গেল।’
advertisement
advertisement
২০১৩ সালে জন্ম হয় বেলার। জন্মের পর থেকেই একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগতে হয়েছে তাকে৷ দুর্বল জিনের সমস্যা শুরু থেকেই ছিল তার৷ বেলা থমসনের তিনটি বিরল রোগ ছিল, বামনতা, গুরুতর ইমিউনোডেফিসিয়েন্সি এবং হির্সস্প্রুং রোগ, যা অন্ত্রকে প্রভাবিত করে। ১০ বছর বয়সী বেলার ফুসফুসে ভাইরাল সংক্রমণ হয়েছিল৷ তারপর কোমায় চলে যায়৷ তারপর আর শেষরক্ষা করা গেল না৷
advertisement
২০২১ সাল থেকে টিকটকে তারকা হিসেবে খ্যাতি পায় বেলা৷ অনুরাগীরা তাঁর ভিডিও পছন্দ করতে শুরু করে৷ তাদের অ্যাকাউন্টে এখন সাত মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সকলে৷ বেলার অকাল মৃত্যুতে অনুরাগীরা শোকপ্রকাশ করেছেন৷ সকলেই তাঁর আত্মার দ্রুত সুস্থতা কামনা করেছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
TikTok Star Death: মাত্র ১০ বছরে শেষ ফুটফুটে প্রাণ, মৃত্যুর কোলে ঢলে পড়ল জনপ্রিয় টিকটক তারকা, শোকে হাহাকার পরিবারে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement