ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চ কাঁপাতে তৈরি ৬ জেন নেক্সট ডিজাইনার

Last Updated:
#কলকাতা: ল্যাকমে ফ্যাশন উইক ৷ ভারতের সবচেয়ে বড় ফ্যাশন ও প্যাশন প্ল্যাটফর্ম। এ বার এই প্ল্যাটফর্মে হাজির হতে চলেছেন জেন নেক্সট ডিজাইনররা ৷ আর তাঁরাই হতে চলেছেন ল্যাকমে ফ্যাশন উইকের ২৮তম ডিজাইনার ব্যাচ ৷ নতুন প্রজন্মের ছ’জন ডিজাইনার ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন তাঁদের ডিজাইন করা পোশাক ল্যাকমে ফ্যাশন উইক ২০১৯-এর মঞ্চে দেখানোর জন্য ৷ তাঁরা আপকামিং উইন্টার/ফেস্টিভ ২০১৯ এডিশনের পোশাক শো কেস করবেন ৷
নতুন ডিজাইনারদের বেছে নেওয়ার পর্বটি কিন্তু খুব সহজ ছিল না ৷ সারা দেশ থেকে ৪০০ জন ডিজাইনারের আবেদন জমা পড়েছিল ৷ তবে তাঁদের মধ্যে থেকে ল্যাকমে ফ্যাশন উইকের উপদেষ্টা বোর্ড ৬ জনকে বেছে নেয় ৷ ল্যাকমের তরফে জানানো হয়েছে, ‘‘জেন নেক্সট হল এমন এক প্ল্যাটফর্ম, যা নতুন প্রতিভা এবং ফ্যাশনের প্রতি তাঁদের উদ্ভাবনী শক্তিকে তুলে ধরে ৷’’
advertisement
আইএমজি রিলায়েন্সের ভায়েস প্রেসিডেন্ট এবং ফ্যাশন হেড জসপ্রীত ছন্দক বলেন, ‘‘আমরা বিশ্বাস করি যে, জেন নেক্সট ভারতের সেরা ডিজাইনদের খুঁজে বের করার একটি জায়গা ৷ আমরা সব সময়ই নতুন ট্যালেন্টকে খুঁজে বের করার চেষ্টা করি ৷ ’’  যে ছ’জন নতুন ডিজাইনার তাঁদের কালেকশন দেখানোর জন্য সিলেক্ট হলেন, তাঁরা হলেন-গৌরব সিং ৷ তিনি দেখাবেন তাঁর কালেশন ‘অ্যানাটমি ’৷ নিজের ‘আমারা’ কালেকশন নিয়ে হাজির থাকবেন সাহিব ভাটিয়া ৷ অঙ্কিতা শ্রীবাস্তব হাজির হবেন তাঁর কালেকশন ‘লিটল থিংকস স্টুডিও’ নিয়ে ৷ আকাঙ্খা আগরওয়াল থাকবেন তাঁর কালেকশন ‘নোয়ি নুয়ি’ নিয়ে ৷ মঞ্জুশ্রী সাইকিয়া ‘উরা মাকু’ কালেকশন নিয়ে হাজির হবেন ল্যাকমে ফ্যাশন উইকের ফ্যাশন মঞ্চে ৷ জেন নেক্সট ডিজাইনার স্ট্যানজিন পালমো শো কেস করবেন তাঁর কালেকশন ‘জিলজোম’ ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চ কাঁপাতে তৈরি ৬ জেন নেক্সট ডিজাইনার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement