#কলকাতা: জনপ্রিয় ধারাবাহিকের এক দৃশ্যের শ্যুটিয়ে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সুপার ডুপারহিট ছবি দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে ছবির অন্যতম সুপারহিট গান মেহেন্দি লাগাকে রাখনা ডোলি সাজকে রাখনা, গানের সেই দৃশ্য কোনও ভাবেই ভোলা যায়না ৷ যত সময় এগিয়েছে ততই এই ছবি রীতিমত ক্রমাগত হট হতে শুরু করেছে ৷
এই আদিত্য চোপড়ার নির্দেশনায় কাজল-শাহরুখ অভিনীত গানটিতে একটি বিয়েবাড়ির পাকাদেখার দৃশ্যে গান ৷ যেখানে সিমরণ ও কুলদীপের বিয়ের দৃশ্য ছিল গানটি ও তার পারিপার্শ্বিক দৃশ্য সবার মনে আছে ৷ সেই গানেই কালার্স বাংলার ধারাবাহিক চিরদিনই আমি যে তোমার সেই গানটি ৷
এই গানের মাধ্যমে পর্দার বাইরের দৃশ্যে ঝড় তুলেছেন সুমনা চক্রবর্তী ও তাঁর সহকর্মীরা ৷ এই ধারাবাহিক অন্যতম কালার্স বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ৷