Bengali Movie Trailer: শিশুশ্রমিক থেকে স্কুলের গণ্ডি, চাঁদ কি পারবে নিজের স্বপ্নপূরণ করতে! আসছে 'হাতেখড়ি'

Last Updated:

Bengali Movie Trailer: 'হাতেখড়ি' শব্দটা শুনলেই যেন নিমেষে ছোটবেলায় ফিরে যাই সকলেই৷ এবার এই 'হাতেখড়ি' আসতে চলেছে বড়পর্দায়৷ সম্প্রতি মৈনাক মিত্র ও কৌস্তভ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পেয়েছে 'হাতেখড়ি'র ট্রেলার৷

শিশুশ্রমিক থেকে স্কুলের ক্লাসরুম, চাঁদ কি পারবে নিজের স্বপ্নপূরণ করতে! আসছে 'হাতেখড়ি'
শিশুশ্রমিক থেকে স্কুলের ক্লাসরুম, চাঁদ কি পারবে নিজের স্বপ্নপূরণ করতে! আসছে 'হাতেখড়ি'
কলকাতা: ‘হাতেখড়ি’ শব্দটা শুনলেই যেন নিমেষে ছোটবেলায় ফিরে যাই সকলেই৷ এবার এই ‘হাতেখড়ি’ আসতে চলেছে বড়পর্দায়৷ সম্প্রতি মৈনাক মিত্র ও কৌস্তভ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পেয়েছে ‘হাতেখড়ি’র ট্রেলার৷
বদ্রীনাখ সাউয়ের মূল গল্প’অক্ষর অক্ষর দীপ জ্বলে’ অবলম্বনে এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে৷ ছবিতে একাধিক তারকাদের অভিনয় করতে দেখা যাবে৷ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন শিশু শিল্পী শঙ্খদীপ বন্দ্যোপাধ্যায়৷ এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিশ্বনাথ বসু, সোনালী চৌধুরী, সুমিত সমাদ্দার, কঙ্কনা হালদার, দেবরাজ ভট্টাচার্য, মিঠুন দেবনাথ, শ্রীজা বোস, রুদ্ররাজ চক্রবর্তী,প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, রাজু মজুমদার, প্রিয়দর্শিকা চক্রবর্তী-সহ আরও অনেককে।
advertisement
advertisement
গল্পের শুরু মুখ্য চরিত্র চাঁদ ও তার স্বপ্ন দিয়ে।। তার একমাত্র স্বপ্ন, স্কুলে যাওয়া এবং পড়াশোনা করা। কোন্নগরের এই ৯ থেকে ১২ বছরের বাচ্চা চাঁদ তার বন্ধু সবাই এক প্রকারের মিলে শিশুশ্রমিক, তাদের মধ্যে কেউ কাজ করে গ্যারেজে তো কেউ কোন হোটলে আর চাঁদ রাস্তার ধারের এক চায়ের দোকানে। চাঁদ পড়তে তার খুব ভালবাসে তাই, পড়ার জন্য যখন যা পায় হাতের কাছে তাই পরে ফেলে, বিশেষ করে নিউজ পেপার। তার কাছে নতুন পুরনো সব পেপারই যেন জানার একটা মাধ্যাম, আর তার থেকেই সে জ্ঞান অর্জন করতে থাকে। ঘটনাক্রমে চাঁদ তার জীবনে একটা সুযোগ পায় যেখানে সে স্কুলের পাঠ্য বই গুলোর পরতে পারে কিন্তু সেই সুযোগ তার জীবনে সে এক বিশাল সুনামি নিয়ে আসছে তা কোনওভাবেই সে অনুমান করতে পারে নি। তারপর শুরু হয় লড়াই, কিন্তু ছোট চাঁদ কোনওভাবেই হেড়ে যারার ছেলে নয়। তার কুড়িয়ে পাওয়া শিক্ষা নিয়ে নেমে পরে যুন্ধ ক্ষেত্রে। সৈন রুপে সঙ্গদেয় তার বন্ধুরা আর প্রধান সেনাপতি হিসাবে তার বাণী দিদি। ঢাল তরওয়াল ছাড়াই যুদ্ধে নামা সিপাই তার শেষ দানে ভাগ্যের হেরে গেলও নিওতি তাকে হাড়তে দেয় না।
advertisement
ট্রেলর ইতিমধ্যেই মন জয় করেছে অনুরাগীদের৷ অন্যদিকে ওয়েব সিরিজ ও অন্যান্য কাজ করলেও পরিচালক হিসেবে “হাতেখড়ি” দিয়েই ডেবিউ করলেন মৈনাক ও কৌস্তভ। কলকাতা, কোন্নগর ও বর্ধমানের বেশ কিছু জায়গায় হয়েছে ছবির শ্যুটিং। ২৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মৈনাক মিত্র ও কৌস্তভ চক্রবর্তীর ‘হাতেখড়ি’৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Movie Trailer: শিশুশ্রমিক থেকে স্কুলের গণ্ডি, চাঁদ কি পারবে নিজের স্বপ্নপূরণ করতে! আসছে 'হাতেখড়ি'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement