29th KIFF 2023 : ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিরাট চমক! অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
- Published by:Riya Das
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
29th Kolkata International Film Festival 2023 : সিনেমাপ্রেমীদের জন্য দারুণ সুখবর৷ ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
কলকাতা: প্রাণের শহর কলকাতায় এখন উৎসবের মরশুম। বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য৷ আর মাত্র কয়েকদিন৷ তারপর থেকেই শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ চলতি বছর ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে আগামী ৫ ডিসেম্বর এবং চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত৷
সিনেমাপ্রেমীদের জন্য দারুণ সুখবর৷ ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান করা হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
আরও পড়ুন- নায়ক না নায়িকা? ফ্রক পরা এই খুদে বিখ্যাত পরিবারের সন্তান! কাঁপাচ্ছে টলিউডও, বলুন তো কে এই তারকা?
advertisement
advertisement
প্রতিবছরের মতো এবছরেও থাকছে দেশ-বিদেশের বিভিন্ন উন্নতমানের চলচ্চিত্র। সূত্রের খবর অনুযায়ী, জানা যাচ্ছে, ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার আরও অনেক বেশি জাঁকজকম থাকছে৷ এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নক্ষত্র সমাবেশ বসতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ গত বছরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এছাড়া অমিতাভ বচ্চনও মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে চলচ্চিত্র উৎসবে উদ্বোধনে যোগদান করেছিলেন। এছাড়াও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্ধোধনে সম্মানীয় অতিথি হিসেবে হাজির ছিলেন শাহরুখ খান। বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট, আসানসোলের সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা, জয়া বচ্চন, অরিজিৎ সিং, কুমার শানু, রানি মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট অতিথিরা। টলিপাড়ার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, শ্রাবন্তী, মিমি, আবির, শুভশ্রী, রুক্মিণী সকলেই উপস্থিত ছিলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 14, 2023 4:42 PM IST