• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • THE BOLLYWOOD ACTRESS PAYAL ROHATGI TWITTER VIDEO SUPPORTS UNNAO BACKS MLA KULDEEP SINGH SENGAR AN

উন্নাও গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তকে সমর্থন করে ঘরে বাইরে সমালোচনার মুখে নায়িকা

উন্নাও গণধর্ষণ কাণ্ডে দোষী পাশে

উন্নাও গণধর্ষণ কাণ্ডে দোষী পাশে

 • Share this:

  #মুম্বই: গতবছর উত্তরপ্রদেশের উন্নাও একটি গণধর্ষণের ঘটনা মানবতাকে কলঙ্কিত করেছিল গোটা দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল ৷ এই গণধর্ষণ মামলায় প্রধান অভিযুক্তদের তালিকায় নাম আছে কুলদীপ সিং সেনগার ৷ সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা ৷ এই মামলায় পর অভিনেত্রী পায়েল রোহতঙ্গি বেশ চর্চায় রয়েছে সৌজন্যে বিতর্কিত মন্তব্য ৷

  1-198

  এই মন্তব্যের জেরে ট্যুইটারে ব্যাপট ট্রোলড হয়েছিলেন তিনি ৷ তিনি বক্তব্যের মধে দিয়ে সমর্থন পেয়েছে কুলদীপ সিং সেনগার ৷ অবিনেত্রী বলেছেন এমন ঘটনা ঘটেছে যা কোনও বলিউডি ছবির চিত্রনাট্যের থেকে কোনও অংশে কম নয় ৷ তিনি আরও সংযোজন করেছেন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কেউ এমন করতে পারে কী করে ? এমন করেই বা নিজের সর্বনাশ ডেকে আনতে কেউ চায় ৷

  তিনি আরও জানিয়েছেন বিজেপির প্রতিনিধির বিরুদ্ধে এ এক গভীর ষড়যন্ত্র হয়েছে ৷ এই ভিডিওতে তিনি সাক্ষী মিশ্রের প্রসঙ্গ উত্থাপন করেছে ৷ বেশি পরিমাণে মিডিয়ার চর্চায় মেয়ে সংক্রান্ত বিষয়ের সঙ্গে জোড়া রয়েছে ৷ বিজেপির কর্মী সমর্থকদের কালিমালিপ্ত করার জন্য হয়েছে ৷

  ভিডিওতে পায়েল জানিয়েছেন মিডিয়া ভারতীয়দের বিরোধী হিসাবেই বলা হয়েছে ৷ এই ধরনের মন্তব্য করে ঘরে বাইরে সমালোচনার মুখে পড়েছেন ৷

  First published: