Sushmita Sen in Durga Puja: খালিপায়ে ধুনুচি নাচ, বাংলায় অনর্গল কথা, দুর্গামণ্ডপে এ এক অন্য সুস্মিতা! ভাইরাল ভিডিও

Last Updated:

Sushmita Sen in Durga Puja: বড় মেয়েকে নিয়ে ধুনুচি নাচে অংশ নিলেন সুস্মিতা। খালি পায়ে, ঘুরে ঘুরে নাচলেন একেবারে বাংলার মেয়েটি হয়ে। ঢাকের তালে নাচ করে সকলর সঙ্গে হেসে কথা বলে জমিয়ে দিলেন দুর্গাপুজো।

খালিপায়ে ধুনুচি নাচ, বাংলায় অনর্গল কথা, দুর্গামণ্ডপে এ এক অন্য সুস্মিতা! ভাইরাল ভিডিও
খালিপায়ে ধুনুচি নাচ, বাংলায় অনর্গল কথা, দুর্গামণ্ডপে এ এক অন্য সুস্মিতা! ভাইরাল ভিডিও
মুম্বই: ‘ইনি আমার কাছে এক মা।’ দেবী দুর্গাকে উদ্দেশ্য করে এমন কথাই জানালেন পাপারাৎজিদের। তাঁর সাজে, তাঁর হাসিতে উজ্জ্বল হয়ে উঠল মুম্বইয়ের এক পুজো প্যান্ডেল। সুস্মিতা সেন।
দুই কন্যা রেনে এবং আলিশা, মা এবং বাবা, সপরিবার সপ্তমীর সন্ধ্যা কাটাতে সকলের সঙ্গে মিলেমিশে গেলেন বলিউডের সুপারস্টার।
advertisement
advertisement
পরনে ছিল গোলাপি রঙের শাড়ি এবং ব্লাউজ। তাঁর শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া তত বেশি না থাকলেও সুস্মিতার বাবা কিন্তু ধুতি আর পাঞ্জাবীতেই ভরসা রেখেছেন।
advertisement
তবে শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া না রাখলেও তাঁর ব্যবহারে এদিন যেন বাংলার গন্ধ ভরপুর। ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে তাঁকে এক বৃদ্ধার সঙ্গে বাংলায় কথা বলতে দেখা গেল। যেখানে তিনি বাংলায় তাঁকে ‘মা গো’ বলে আদরে সম্বোধন করলেন। তাঁকেই জানালেন আগামিকাল, অষ্টমীর সন্ধ্যায় সন্ধিপুজো করতে হাজির হবেন আবার।

View this post on Instagram

A post shared by Voompla (@voompla)

advertisement
তা ছাড়া আরও কিছু ভিডিওতে দেখা গেল, বড় মেয়েকে নিয়ে ধুনুচি নাচে অংশ নিলেন সুস্মিতা। খালি পায়ে, ঘুরে ঘুরে নাচলেন একেবারে বাংলার মেয়েটি হয়ে। ঢাকের তালে নাচ করে সকলর সঙ্গে হেসে কথা বলে জমিয়ে দিলেন দুর্গাপুজো।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushmita Sen in Durga Puja: খালিপায়ে ধুনুচি নাচ, বাংলায় অনর্গল কথা, দুর্গামণ্ডপে এ এক অন্য সুস্মিতা! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement