Sushmita Sen in Durga Puja: খালিপায়ে ধুনুচি নাচ, বাংলায় অনর্গল কথা, দুর্গামণ্ডপে এ এক অন্য সুস্মিতা! ভাইরাল ভিডিও
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Sushmita Sen in Durga Puja: বড় মেয়েকে নিয়ে ধুনুচি নাচে অংশ নিলেন সুস্মিতা। খালি পায়ে, ঘুরে ঘুরে নাচলেন একেবারে বাংলার মেয়েটি হয়ে। ঢাকের তালে নাচ করে সকলর সঙ্গে হেসে কথা বলে জমিয়ে দিলেন দুর্গাপুজো।
মুম্বই: ‘ইনি আমার কাছে এক মা।’ দেবী দুর্গাকে উদ্দেশ্য করে এমন কথাই জানালেন পাপারাৎজিদের। তাঁর সাজে, তাঁর হাসিতে উজ্জ্বল হয়ে উঠল মুম্বইয়ের এক পুজো প্যান্ডেল। সুস্মিতা সেন।
দুই কন্যা রেনে এবং আলিশা, মা এবং বাবা, সপরিবার সপ্তমীর সন্ধ্যা কাটাতে সকলের সঙ্গে মিলেমিশে গেলেন বলিউডের সুপারস্টার।
advertisement
advertisement
পরনে ছিল গোলাপি রঙের শাড়ি এবং ব্লাউজ। তাঁর শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া তত বেশি না থাকলেও সুস্মিতার বাবা কিন্তু ধুতি আর পাঞ্জাবীতেই ভরসা রেখেছেন।
advertisement
তবে শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া না রাখলেও তাঁর ব্যবহারে এদিন যেন বাংলার গন্ধ ভরপুর। ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে তাঁকে এক বৃদ্ধার সঙ্গে বাংলায় কথা বলতে দেখা গেল। যেখানে তিনি বাংলায় তাঁকে ‘মা গো’ বলে আদরে সম্বোধন করলেন। তাঁকেই জানালেন আগামিকাল, অষ্টমীর সন্ধ্যায় সন্ধিপুজো করতে হাজির হবেন আবার।
advertisement
তা ছাড়া আরও কিছু ভিডিওতে দেখা গেল, বড় মেয়েকে নিয়ে ধুনুচি নাচে অংশ নিলেন সুস্মিতা। খালি পায়ে, ঘুরে ঘুরে নাচলেন একেবারে বাংলার মেয়েটি হয়ে। ঢাকের তালে নাচ করে সকলর সঙ্গে হেসে কথা বলে জমিয়ে দিলেন দুর্গাপুজো।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 21, 2023 11:24 PM IST