১৮ বছর অবধি ছেলেরা পাত্তা দিত না: সানি লিয়ন

Last Updated:

বলিউডের শিরোনামে এখন একটাই নাম ৷ সানি লিয়ন ৷ তিনি যা বলছেন তাই খবর ৷ আমির টু শাহরুখ সব্বাইকে একপাশে হাটিয়ে সবার নজর সানির দিকেই৷ কিন্তু জানেন কি? ১৮ বছর বয়স অবধি সানিকে নাকি কোনও ছেলেই পাত্তা দিত না ! যে সানি যেকোনও পুরুষ মানুষকে একহাত নিতে পারেন, এক ঝটকায় পুরুষদের ঘুম ওড়াতে পারে, সেই সানিকেই নাকি পাত্তা দিতেন তা পুরুষরা ! একথা গুঞ্জন নয়, সানিই জানিয়েছেন নিজে ৷

#মুম্বই: বলিউডের শিরোনামে এখন একটাই নাম ৷ সানি লিয়ন ৷ তিনি যা বলছেন তাই খবর ৷ আমির টু শাহরুখ সব্বাইকে একপাশে হাটিয়ে সবার নজর সানির দিকেই৷ কিন্তু জানেন কি? ১৮ বছর বয়স অবধি সানিকে নাকি কোনও ছেলেই পাত্তা দিত না ! যে সানি যেকোনও পুরুষ মানুষকে একহাত নিতে পারেন, এক ঝটকায় পুরুষদের ঘুম ওড়াতে পারে, সেই সানিকেই নাকি পাত্তা দিতেন তা পুরুষরা ! একথা গুঞ্জন নয়, সানিই জানিয়েছেন নিজে ৷
সানির কথায়, ‘আমি খুব পড়ুয়া ছিলাম ৷ কলেজে থাকতে শুধু পড়াশুনো নিয়েই থাকতাম ৷ তবে পাশাপাশি ভিডিও এডিটিং, ফোটোশপ নিয়ে কাজ করতাম ৷ এই কারণেই ছেলেরা আমার কাছে আসত না ৷ কারণ সারাদিন আমি এইসব নিয়েই কথা বলতাম ৷ তখন আমার বয়স আঠারো !’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
১৮ বছর অবধি ছেলেরা পাত্তা দিত না: সানি লিয়ন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement