১৮ বছর অবধি ছেলেরা পাত্তা দিত না: সানি লিয়ন
Last Updated:
বলিউডের শিরোনামে এখন একটাই নাম ৷ সানি লিয়ন ৷ তিনি যা বলছেন তাই খবর ৷ আমির টু শাহরুখ সব্বাইকে একপাশে হাটিয়ে সবার নজর সানির দিকেই৷ কিন্তু জানেন কি? ১৮ বছর বয়স অবধি সানিকে নাকি কোনও ছেলেই পাত্তা দিত না ! যে সানি যেকোনও পুরুষ মানুষকে একহাত নিতে পারেন, এক ঝটকায় পুরুষদের ঘুম ওড়াতে পারে, সেই সানিকেই নাকি পাত্তা দিতেন তা পুরুষরা ! একথা গুঞ্জন নয়, সানিই জানিয়েছেন নিজে ৷
#মুম্বই: বলিউডের শিরোনামে এখন একটাই নাম ৷ সানি লিয়ন ৷ তিনি যা বলছেন তাই খবর ৷ আমির টু শাহরুখ সব্বাইকে একপাশে হাটিয়ে সবার নজর সানির দিকেই৷ কিন্তু জানেন কি? ১৮ বছর বয়স অবধি সানিকে নাকি কোনও ছেলেই পাত্তা দিত না ! যে সানি যেকোনও পুরুষ মানুষকে একহাত নিতে পারেন, এক ঝটকায় পুরুষদের ঘুম ওড়াতে পারে, সেই সানিকেই নাকি পাত্তা দিতেন তা পুরুষরা ! একথা গুঞ্জন নয়, সানিই জানিয়েছেন নিজে ৷
সানির কথায়, ‘আমি খুব পড়ুয়া ছিলাম ৷ কলেজে থাকতে শুধু পড়াশুনো নিয়েই থাকতাম ৷ তবে পাশাপাশি ভিডিও এডিটিং, ফোটোশপ নিয়ে কাজ করতাম ৷ এই কারণেই ছেলেরা আমার কাছে আসত না ৷ কারণ সারাদিন আমি এইসব নিয়েই কথা বলতাম ৷ তখন আমার বয়স আঠারো !’
Location :
First Published :
January 27, 2016 3:56 PM IST